মানুষরূপী আমরা কেন মনে করতে পারিনা সবাই মানুষ ।
মনুষ্যের মুখোসধারী আছে হাজার রকমের অমানুষ।
মানুষ নামের আছে জঙ্গলি জানোয়ার।
যারা মানবতা শান্তিকে করে দেয় ছারখার।
মানুষ নামের আছে দানব।
ভাব দেখায় জনদরদী অতি মানব।
মানুষ নামের আছে পিশাচ পাষান্ড নর ঘাতক।
চুরি দুর্নীতি করে মানুষকে ঠকিয়ে বনেছে অভিভাবক।
আছে নারী নির্যাতনকারী নিষ্ঠুর খুনি ধর্ষক।
তামাশা দেখা উৎসাহী ভীরু কাপুরুষ দর্শক।
মানুষ নয় আছে চাপাবাজ তৈলবাজ।
চোর ডাকাত ভূমি দস্যু ভেজালকারী দুর্নীতিবাজ।
আছে লম্পট ভ্যাবিচারী ধান্ধাবাজ চাটুকার বাটপার।
আছে সম্পদ লুন্ঠনকারী অবৈধ দখলদার মজুদদার।
মানুষ নয় আছে মানবতা নৈতিকতা বিবর্জিত খুনি পশু।
প্রতিদিন তাঁদের হাতে বলি হচ্ছে অসহায় নারী আর শিশু।
মন্দ মানুষকে ইন্ধন দিয়ে নিজের আখের গোছাতে হয় তালিবাজ।
নয় দানবীর মহানুভব সমাজসেবী শিক্ষানুরাগী আসলেই রংবাজ।
এতীমের হক মেরে গড়েছে সুরম্য প্রাসাদ মনোরম অট্টালিকা।
দোযখে জ্বলার জন্য নিজ হাতেই তৈরি করছে অগ্নিশিখা।
মৃত্যুপথযাত্রী মানুষের সঙ্গে করছে ভেজাল ঔষধের কারবার।
মনে হয় তাঁরা আমরণ বেঁচে রইবে যাবে না পরপার।
হে মানুষ মানবতা কেন কাঁদে না তোমার অন্তরে।
ধর্মীয় শিক্ষা সামাজিক রীতিনীতি কোথায় গেল মরে।
আর্থ মানবতার সেবায় কেন নিজেকে করছো না নিয়োজিত।
মনুষ্যত্ব স্নেহ শ্রদ্ধা ভালবাসা প্রেম প্রীতি অন্তরে করো জাগ্রত।
মানুষের মধ্যে গড়ে তোল সম্প্রীতি সৌহার্দ্য ভ্রাতৃত্ব মায়া মমতা।
মানুষ হোক মানুষের তরে সুখে দুঃখে গড়ে উঠুক শুভ সুন্দর একতা।
১৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর, চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। সবার উপরে মানুষ সত্য এই বাণীটি সর্বদা হৃদয়ে ধারণ, লালন করতে হবে। মানবতা তাহলেই অনেকটা জাগ্রত হবে।ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার মূল্যবান মতামতের জন্য অশেষ ধন্যবাদ দিদি। ভালো থাকবেন। শুভ কামনা রইল।
প্রদীপ চক্রবর্তী
অসাধারণ বহিঃপ্রকাশ দাদা।
মানুষ সর্বদা মানুষের জন্য।
আর এরজন্য মানবতার প্রয়োজন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুন্দর মতামতের জন্য অশেষ ধন্যবাদ দাদা। ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।
নিতাই বাবু
কবির কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে। বর্তমানে যা হচ্ছে, তা-ই কবির কবিতায় অক্ষরে অক্ষরে প্রকাশ পেয়েছে। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দাদা, আপানার মূল্যবান মতামাত আমাকে অনুপ্রাণিত এবং আপ্লুত করেছে। ভালো থাকবেন। ধন্যবাদ।
নিতাই বাবু
আপনিও ভালো থাকবেন দাদা।
রোকসানা খন্দকার রুকু।
মানবতা নেই বললে ভুল হবে কারও কারও নেই।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আসলেই মানবতা বলতে আর কিছুই তো অবশিষ্ট নেই। আপানার মন্তব্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।
ফয়জুল মহী
অপূর্ব শব্দ বুনন ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাই। ভালো থাকবনে।
আলমগীর সরকার লিটন
মানুষী পারে সবকিছু কিন্তু কথাও জানি পারে না
তবুও অহংকার করে হিংসাই পুড়ে এ মানুষ——–
কোন রং নেই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার মতামতের জন্য শুভ কামনা রইলো ভাই।
সুপায়ন বড়ুয়া
“মানুষ নামের আছে জঙ্গলি জানোয়ার।
যারা মানবতা শান্তিকে করে দেয় ছারখার।”
সহমত। এই জঙ্গলি দের রেহাই নাই।
ভাল লাগলো। শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দাদা আপনার মতামত এবং সহমত পোষণ করার জন্য অশেষ ধন্যবাদ ।
খাদিজাতুল কুবরা
আসলেই মানবিকতা হারিয়ে যাচ্ছে।
চলমান সময়ের নির্মম চিত্র আপনার লেখাটি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার মতামত যথার্থ — “আসলেই মানবিকতা হারিয়ে যাচ্ছে।
চলমান সময়ের নির্মম চিত্র আপনার লেখাটি”।
আপনার মতামতের জন্য অভিনন্দন এবং শুভ কামনা রইলো।