নিশিতে আমি শশ্মানে
কান পেতে শুনি,
গলিত শবের বুকে,
আমার জন্য তোমার,
প্রেমের কত বেগ !
মাঝে মাঝে আবার
কুকুর দিয়ে নাক শুকি,
আমার জন্য তোমার,
অবিশ্বাসের কত টান!
সূত্র দিন-রাত খুজি,
আইনেস্টাইন থেকে মার্কস!
মরাপ্রেম কিভাবে বাঁচবে!
শতাব্দীর পর শতাব্দী
রাত কাটে আর কাল কাটে!
পতিতা শুধুই রাত-দুপুরে,
হাতুড়ি তোলে আর হাঁপর টানে!
পতিতালয়ে সারাক্ষন,
জ্যান্ত প্রেম কুকুর শুধু,
শশ্মানঘাটেই টানে!
মরা হাতির পচা দাঁত,
রক্ষী জানে মরাপ্রেমের,
অন্ধকার রাতের গভীর টান!
আর পতিতায়ই শুধুই জানে ,
মরাপ্রেমের কত দাম!
বীর্যের বিষবাস্পের সাদাআলোয়
শহরের কি শান্তরূপটাই দেখি!
মহাশূন্যে কাদার পিঠে ,
চেতন্যপ্রেম ঝুলে আছে,
সবাই জানে শুধু লীলাবতীর
মোহর ফাঁকি!
আমি শুধু রাস্তাঘাটে প্রেমের,
দিন-দুপুরে ছবি আঁকি!
@ বাড়ি
তারিখ-২২/১০/১২
সময়-৫ঃ০০ বিকেল
৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
‘মরাপ্রেম কিভাবে বাঁচবে’ – সুন্দর শব্দ প্রয়োগ ।
জিসান শা ইকরাম
এসবে তো প্রেমই নেই , আছে লুকানো ঘৃণা ।
ভালো লিখেছেন ভাই।
শুভকামনা ।
জবরুল আলম সুমন
আবেগ, ভালোবাসা, বিশ্বাস অবিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ ঘটেছে কবিতার মাঝে… ভালোই লাগে।
পেন্সিলে আঁকা পরী
মাঝে মাঝে আবার
কুকুর দিয়ে নাক শুকি,
আমার জন্য তোমার,
অবিশ্বাসের কত টান…………
ভাল লাগল।
সুরাইয়া পারভীন
যা ঘণায় ঠাসা
সেখানে প্রেম অকল্পনীয়
চমৎকার লিখেছেন