মন ভোলানোর সান্ত্বনা

আগুন রঙের শিমুল ৭ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ০২:৩০:১৯পূর্বাহ্ন বিবিধ ১৯ মন্তব্য

‘ভালবাসা’ এক পবিত্র জিনিস যা আল্লাহ রাব্বুল আলামীন এর পক্ষ হতে আমরা পেয়েছি।

… (সূরা আল ইমরান:৭৬).

 

“ভালবাসা সব সময় ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না, খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারও মন্দ ব্যবহারের কথা মনে রাখে না, মন্দ কিছু নিয়ে আনন্দ করে না বরং যা সত্য তাতে আনন্দ করে। ভালবাসা সব কিছুই সহ্য করে, সকলকেই বিশ্বাস করতে আগ্রহী, সব কিছুতে আশা রাখে আর সব অবস্থায় স্থির থাকে।”

– করিন্থীয় ১৩:৪-৭

 

অহিংসা সত্যম্‌ অক্রোধঃ ত্যাগঃ শান্তি অপৈশুনম্‌

দয়া ভূতেষু অলোলুপ্তম্‌ মার্দবম্‌ হ্রীঃ অচাপলম্‌

তেজঃ ক্ষমা ধৃতিঃ সৌচম্‌ অদ্রোহঃ ন অতিমানিতা

দান, আত্মসংযম,তপশ্চর্যা, সরলতা,অহিংসা,সত্যবাদিতা,ক্রোধশুন্যতা,বৈরাগ্য, শান্তি ,অন্যের দোশদর্শন না করা,দয়া,লোভহীনতা,মৃদুতা,অসৎ চিন্তা ও অসৎ কর্মে লজ্জা, অচপলতা,তেজ,ক্ষমা, ধৈর্য,শৌচ,মত্সর্য শুন্যতা, অনভিমান এই সমস্ত গুনগুলি

– ভগবত গীতা

ষোড়শ অধ্যায় ॥২॥

 

‘পরস্পর পরস্পরকে বঞ্চনা করিও না, কাউকে কিছুতেই কায়মনোবাক্যে ঘৃণা করিও না এবং ক্রোধ ও হিংসাবশত কারো অনিষ্ট চিন্তা করিও না।’

– বুদ্ধ

৪৫৭জন ৪৫৭জন

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ