‘ভালবাসা’ এক পবিত্র জিনিস যা আল্লাহ রাব্বুল আলামীন এর পক্ষ হতে আমরা পেয়েছি।
… (সূরা আল ইমরান:৭৬).
“ভালবাসা সব সময় ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না, খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারও মন্দ ব্যবহারের কথা মনে রাখে না, মন্দ কিছু নিয়ে আনন্দ করে না বরং যা সত্য তাতে আনন্দ করে। ভালবাসা সব কিছুই সহ্য করে, সকলকেই বিশ্বাস করতে আগ্রহী, সব কিছুতে আশা রাখে আর সব অবস্থায় স্থির থাকে।”
– করিন্থীয় ১৩:৪-৭
অহিংসা সত্যম্ অক্রোধঃ ত্যাগঃ শান্তি অপৈশুনম্
দয়া ভূতেষু অলোলুপ্তম্ মার্দবম্ হ্রীঃ অচাপলম্
তেজঃ ক্ষমা ধৃতিঃ সৌচম্ অদ্রোহঃ ন অতিমানিতা
দান, আত্মসংযম,তপশ্চর্যা, সরলতা,অহিংসা,সত্যবাদিতা,ক্রোধশুন্যতা,বৈরাগ্য, শান্তি ,অন্যের দোশদর্শন না করা,দয়া,লোভহীনতা,মৃদুতা,অসৎ চিন্তা ও অসৎ কর্মে লজ্জা, অচপলতা,তেজ,ক্ষমা, ধৈর্য,শৌচ,মত্সর্য শুন্যতা, অনভিমান এই সমস্ত গুনগুলি
– ভগবত গীতা
ষোড়শ অধ্যায় ॥২॥
‘পরস্পর পরস্পরকে বঞ্চনা করিও না, কাউকে কিছুতেই কায়মনোবাক্যে ঘৃণা করিও না এবং ক্রোধ ও হিংসাবশত কারো অনিষ্ট চিন্তা করিও না।’
– বুদ্ধ
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বুঝতে পারছি সামনে আসছে বিশ্ব-ভালুবাসা দিবস।
তার ই মহড়া চলছে। কুচকাওয়াজ বেশ ভালই হচ্ছে।
আগুন রঙের শিমুল
পড়ার জন্য পড়া দাদা, আর কিছু না 🙂
জিসান শা ইকরাম
ভালোবাসার ভালোবাসা কোথায় কি আছে, খোঁজা হচ্ছে 🙂
আগুন রঙের শিমুল
দাদা 🙂
খেয়ালী মেয়ে
সব ধর্মই শান্তি ভালোবাসার কথা বলে তারপরও হিংসা-হানাহানির শেষ নেই 🙁
আগুন রঙের শিমুল
আমাদের দুর্ভাগ্য 🙁
নীলাঞ্জনা নীলা
সান্তনায় কি মন ভোলে?চেষ্টা করুন 🙂 (y)
আগুন রঙের শিমুল
🙂 থ্যাঙ্কস
শিশির কনা
ভালোবাসার জয়গান।
আগুন রঙের শিমুল
হ্যা , উপর থেকে দেখলে তাই 🙂
ব্লগার সজীব
এত কিছু পড়েন আপনি ভাইয়া? (y)
আগুন রঙের শিমুল
আমি সর্বভুক সজীব, ধর্মগ্রন্থ পাঠে মন শান্ত হয় আর কিছু না। আর এখন তো নেটে যে কোন কিছুই পড়া যায় 🙂
প্রজন্ম ৭১
এমন করে মন ভোলানো হয় তাহলে 🙂
আগুন রঙের শিমুল
🙂
খসড়া
ভালবাসা নিজের বাইরে কজন বাসতে পারে।
আগুন রঙের শিমুল
কেউনা খসড়া , কেউ নয়। নট আ সিঙ্গেল ওয়ান
স্বপ্ন
এসব মুখস্থ করে রাখতে হবে :p
আগুন রঙের শিমুল
হাহাহাহাহা কেন কেন ?
আগুন রঙের শিমুল
প্রথমে স্যরি টু অল , কয়েকদিন অনুপস্থিত থাকার জন্য 🙁 ফ্যামিলির ঝালেমায় ছিলাম