মনের ভেতর মন
অচেনা ভুবন,
বিধাতার দানে
হলো মিলন।
মন বলে মনের কথা
নীল আকাশের মতো,
মনের গান যত ছিল।
মরণের কথা মনে হলে
জাগে বড় ভয়,
কেউ বা ভাবে পুরোপুরি
কেউ বা অজানায়।
কারে বা কই কিসের কথা
যখন ভাবি তখন ব্যথা,
আসল মানুষ যায় না চেনা
দুঃখবিহীন সুখের ঠিকানায়।
মন বলেছে ঠিক বলেছে
ভাবি যখন নিরালায়,
সুখের ঠিকানায় সব ভুলে যাই
পৃথিবী তখন চোখের কিনারায়।
৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
মন যে কত কথা বলে 🙂
ভালো লেগেছে কবিতা —–
প্রিন্স মাহমুদ
সুন্দর ।
স্বপ্ন নীলা
কারে বা কই কিসের কথা
যখন ভাবি তখন ব্যথা,
আসল মানুষ যায় না চেনা
দুঃখবিহীন সুখের ঠিকানায়।’’,,,,,,,,,,,,,,,,,সুন্দর একটি কবিতা
খসড়া
পাগল মন মনরে
মন কেন এত কথা বলে।
নীলকন্ঠ জয়
মন বলেছে ঠিক বলেছে।
ভালো লেগছে। শুভেচ্ছা।