মনের কথা

রুদ্র আমিন ৮ অক্টোবর ২০১৩, মঙ্গলবার, ১১:১৩:২৬অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

মনের ভেতর মন
অচেনা ভুবন,
বিধাতার দানে
হলো মিলন।

মন বলে মনের কথা
নীল আকাশের মতো,
মনের গান যত ছিল।

মরণের কথা মনে হলে
জাগে বড় ভয়,
কেউ বা ভাবে পুরোপুরি
কেউ বা অজানায়।

কারে বা কই কিসের কথা
যখন ভাবি তখন ব্যথা,
আসল মানুষ যায় না চেনা
দুঃখবিহীন সুখের ঠিকানায়।

মন বলেছে ঠিক বলেছে
ভাবি যখন নিরালায়,
সুখের ঠিকানায় সব ভুলে যাই
পৃথিবী তখন চোখের কিনারায়।

৭৫১জন ৭৫১জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ