মধ্যবিত্তের চাওয়া পাওয়ার মাঝে অনেক দ্বন্ধ কাজ করে, হাজারটা সমস্যা সামনে এসে দাঁড়ায়। সবচেয়ে বড় সমস্যা অর্থনৈতিক অবস্থা যা মধ্যবিত্তের সুখের অন্তরায় হয়ে দাঁড়ায় আর আছে সামাজিক লোকলজ্জার আবরণ যা নিয়ে সে কোথাও স্বাধীন নয়, সহজ করে পথ চলতে বাধাপ্রাপ্ত হয়। অফুরন্ত শুভকামনা রইলো
৮টি মন্তব্য
আরজু মুক্তা
একদম। মধ্যবিত্তরা থাকে মাইনক্যা চিপায়।
শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন।
শুভকামনা রইল
সাবিনা ইয়াসমিন
শত অপ্রাপ্তির মাঝে হাসিমুখে নতশিরে জীবন যাপন করে যারা, তারাই মধ্যবিত্ত।
সুন্দর লিখেছেন।
শুভ কামনা 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক।
সুপর্ণা ফাল্গুনী
মধ্যবিত্তের চাওয়া পাওয়ার মাঝে অনেক দ্বন্ধ কাজ করে, হাজারটা সমস্যা সামনে এসে দাঁড়ায়। সবচেয়ে বড় সমস্যা অর্থনৈতিক অবস্থা যা মধ্যবিত্তের সুখের অন্তরায় হয়ে দাঁড়ায় আর আছে সামাজিক লোকলজ্জার আবরণ যা নিয়ে সে কোথাও স্বাধীন নয়, সহজ করে পথ চলতে বাধাপ্রাপ্ত হয়। অফুরন্ত শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন।
লেখার অনুপ্রেরণা পেলাম।
শুভকামনা রইল।
হালিমা আক্তার
আর কিছু না থাকুক মধ্যবিত্তের মুখে হাসির ছোঁয়াটুকু লেগে থাকে। এটাই কম কিসে। নানা টানাপোড়নের মাঝেও হাসিটুকু কখনো বিলীন হয় না। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।।।