মধু-বসন্ত

সাবিনা ইয়াসমিন ১৫ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ১২:০০:১৬পূর্বাহ্ন গল্প ২০ মন্তব্য

নদীর অপেক্ষা ফুরায় না। আজ আসবে, কাল, পরশু -তরশু এই-সেই করতে করতে দিন শেষে রাতও যায়। কিন্তু কাঙ্ক্ষিত মুহুর্তের কোন দেখা নেই।

তাহলে কি সে ভুলে গেলো!

কত জল্পনা চলে মনের ভেতর!
কত কল্পনা ভেসে বেড়ায় দু’চোখে!
সবারটা আসে,সবাই পায়/পাচ্ছে-দেখায়/দেখাচ্ছেও!
ভাবতে ভাবতে সময় হয়ে এলো। ঋতু বদলে গেলো এক সকালে..

দীর্ঘ পাঁচদিনের প্রতীক্ষার পর ফাগুন এলো ফাল্গুনের প্রথম দিনেই।

নদী অধীর আগ্রহ-আকাঙ্ক্ষার দৃষ্টি নিয়ে দেখে..এগিয়ে  আসছে ফাগুন।

বামহাতে আইফোনের সাথে কোনরূপ লেপ্টে আছে এক নাম না জানা বাটনফোন,
ব্লেজারের পকেট থেকে উঁকি দিয়ে হাসছে আরেকটা স্মার্টফোন!
ডানহাতে কাগজের গোছা!
সামনে গিয়ে দাঁড়াতেই ফাগুনের মুখে আগুন রঙা উজ্জ্বল হাসি- হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নদী, ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা নাও।

নদী হতভম্ব!

গোলাপ
চকলেট
টেডি ছাড়াই চলে এলো! এভাবে ভালোবাসা দিবস কীভাবে হয়!

– এনেছি জানু এনেছি ☺️
– কি এনেছো? হাতে তো কিছু দেখি না 🙄
– আইস্ক্রিম খাবে? 🙂
– হু, যাও নিয়ে এসো (মনে মনে ভাবে যাক কিছু তো দিতে চাইছে) 🙁

কিছুক্ষণ পর….

– নদী
– উম
– একটা ফুলে কতটুকু মধু থাকে?
– জানি না, এক/দুই ফোঁটা হবে হয়তো। এসব জিজ্ঞেস করছো কেন?

– এমনি। তোমার ভ্যালেন্টাইন্স ডে’র গিফট নিবে না?
– হু, নিবো তো, কই?
– নাও
– কি এটা!
– খুলে দেখো

– মধু! এত্ত গুলো!! 😲
– জ্বী, অরিজিনাল সরিষা ফুলের মধু 🙂
– ভ্যালেন্টাইন্স ডে’তে কেউ মধু গিফট করে!!🤔

– কে কি গিফট করে ওসব দেখে কী হবে? আমি তোমার জন্য মধু-ই এনেছি, কয়েক লক্ষ-কোটি ফুলের মধু। বি’কজ লাভ ইউ অনেক অনেক জানু 😘
– মি টু ( too)  জাদুজান ♥️♥️

 

নদী শুনেছে ভালোবাসা নাকি প্রকৃতির মতো রঙ বদলায়, ঐ ঋতু বদলের মতোই বদলে যায়.. এই ব্যাপারটা তার কাছে মোটেই অপছন্দের নয়। ঋতু বদলের পালা দেখতে ওর বরং ভালো লাগে। ঋতু বদলায় বলেইতো প্রকৃতিতে এত আয়োজন চলে! ঘুরে ফিরে চিরচেনা রুপে ফিরে আসে।

নদীর চিরকালের চাওয়া ছিল তার ভালোবাসা হবে ছ’ঋতুর মতন! আর ভালোবাসার মানুষটি হবে স্বয়ং ঋতুরাজ।

 

৭৯৬জন ৫১২জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ