
নদীর অপেক্ষা ফুরায় না। আজ আসবে, কাল, পরশু -তরশু এই-সেই করতে করতে দিন শেষে রাতও যায়। কিন্তু কাঙ্ক্ষিত মুহুর্তের কোন দেখা নেই।
তাহলে কি সে ভুলে গেলো!
কত জল্পনা চলে মনের ভেতর!
কত কল্পনা ভেসে বেড়ায় দু’চোখে!
সবারটা আসে,সবাই পায়/পাচ্ছে-দেখায়/দেখাচ্ছেও!
ভাবতে ভাবতে সময় হয়ে এলো। ঋতু বদলে গেলো এক সকালে..
দীর্ঘ পাঁচদিনের প্রতীক্ষার পর ফাগুন এলো ফাল্গুনের প্রথম দিনেই।
নদী অধীর আগ্রহ-আকাঙ্ক্ষার দৃষ্টি নিয়ে দেখে..এগিয়ে আসছে ফাগুন।
বামহাতে আইফোনের সাথে কোনরূপ লেপ্টে আছে এক নাম না জানা বাটনফোন,
ব্লেজারের পকেট থেকে উঁকি দিয়ে হাসছে আরেকটা স্মার্টফোন!
ডানহাতে কাগজের গোছা!
সামনে গিয়ে দাঁড়াতেই ফাগুনের মুখে আগুন রঙা উজ্জ্বল হাসি- হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নদী, ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা নাও।
নদী হতভম্ব!
গোলাপ
চকলেট
টেডি ছাড়াই চলে এলো! এভাবে ভালোবাসা দিবস কীভাবে হয়!
– এনেছি জানু এনেছি ☺️
– কি এনেছো? হাতে তো কিছু দেখি না 🙄
– আইস্ক্রিম খাবে? 🙂
– হু, যাও নিয়ে এসো (মনে মনে ভাবে যাক কিছু তো দিতে চাইছে) 🙁
কিছুক্ষণ পর….
– নদী
– উম
– একটা ফুলে কতটুকু মধু থাকে?
– জানি না, এক/দুই ফোঁটা হবে হয়তো। এসব জিজ্ঞেস করছো কেন?
– এমনি। তোমার ভ্যালেন্টাইন্স ডে’র গিফট নিবে না?
– হু, নিবো তো, কই?
– নাও
– কি এটা!
– খুলে দেখো
– মধু! এত্ত গুলো!! 😲
– জ্বী, অরিজিনাল সরিষা ফুলের মধু 🙂
– ভ্যালেন্টাইন্স ডে’তে কেউ মধু গিফট করে!!🤔
– কে কি গিফট করে ওসব দেখে কী হবে? আমি তোমার জন্য মধু-ই এনেছি, কয়েক লক্ষ-কোটি ফুলের মধু। বি’কজ লাভ ইউ অনেক অনেক জানু 😘
– মি টু ( too) জাদুজান ♥️♥️
নদী শুনেছে ভালোবাসা নাকি প্রকৃতির মতো রঙ বদলায়, ঐ ঋতু বদলের মতোই বদলে যায়.. এই ব্যাপারটা তার কাছে মোটেই অপছন্দের নয়। ঋতু বদলের পালা দেখতে ওর বরং ভালো লাগে। ঋতু বদলায় বলেইতো প্রকৃতিতে এত আয়োজন চলে! ঘুরে ফিরে চিরচেনা রুপে ফিরে আসে।
নদীর চিরকালের চাওয়া ছিল তার ভালোবাসা হবে ছ’ঋতুর মতন! আর ভালোবাসার মানুষটি হবে স্বয়ং ঋতুরাজ।
২০টি মন্তব্য
বন্যা লিপি
বহুদিন পরে ফাগুন-নদী নিয়ে এলে।
কাকতালীয় ভাবে আমিও এসে হাজির তোমার নদীর তীরে। ভালবাসা যদি ঋতুর মত হয়…. তবে বরং আমি বৃ্ষ্টি চেয়ে নেব সারা ঋতুময়।
উপমায় মধু উপহারের দিকটা একটা দারুন বার্তা হিসেবে পেলাম আমি। যা একটু হলেও আমাকে স্পর্শ করে গেলো।
তোমার বসন্ত দিনের শুভেচ্ছা অনেক অনেক🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
সাবিনা ইয়াসমিন
তুমি বৃষ্টি চাও! শুধু নিজের কথাই ভাবলে! একবার চিন্তা করে দেখতো সারা বছর বৃষ্টি হতে থাকলে বাকিদের কি অবস্থা হবে! তুমি না হয় বৃষ্টি বিলাসে মগ্ন হবে আর অন্যরা কি তাহলে বৃষ্টির পানিতে সাতরে বেড়াবে !!!
বাকিদের কথা রাখো, আমিতো সাতার জানি না, আমার কি হবে?!
বন্যা লিপি
বৃষ্টি তো আমি একা কিনেছি অমূল্য দামে! আর কারো কথা ভাববো কেন,,,, বারোমাস জুড়ে তাঁদের ঋতুময় ভালবাসা তো রইলো!
সাঁতার কিন্ত আমিও জানি না,,,,ভালোই হলো,, দুজনেই হাবুডুবু খাওয়া যাবে গলাগলি করে🙂🙂🙂
সাবিনা ইয়াসমিন
হু, অবশেষে তাই করা লাগবে।
মোঃ মজিবর রহমান
পড়ি নাই। হায়! মধু আবার বসন্ত সেটা এখন দুস্কর পাওয়া যায় কি? আবার আসব।
সাবিনা ইয়াসমিন
না পড়েই কমেন্ট!
মজিবর ভাই আপনি মধু বসন্ত চান? ব্যাপার না, নদী হয়ে যান তাহলেই এক ফাগুন পাবেন সাথে মধু-ও 😀😀
★পড়ার পরের কমেন্ট লিখতে ভুইলেন্না
রোকসানা খন্দকার রুকু
আহা! নদী, ফাগুন মিস করে যাচ্ছিল সোনেলা। আবার ভরপুর হলো ভ্যালেন্টাইনে। থাকুক তারা তাদের মতো। শুভ কামনা, শুভ বসন্ত, হ্যাপি ভ্যালেন্টাইন্স।।
সাবিনা ইয়াসমিন
বাসন্তী শুভেচ্ছা আপনাকেও!
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
সত্যই তাই আর সেই মধুর স্বাদে ফাল্গুন রঙের শুভেচ্ছা রইল সাবিনা আপু
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাই। ফাগুনের শুভেচ্ছা রইলো।
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
জীবন কল্পনার মতই বিচিত্র, জীবন ভাবনার মতই বিচিত্র,জীবন ঋতুর মতই পরিবর্তনশীল ,চাওয়ার ইচ্ছাও পরিবর্তনশীল, দেওয়ার ইচ্ছেও হবে পরিবর্তনশীল, কতকিছুইতো আসে মনের কিন্তু না মানে বাঁধা, গতিহীন চলা …………… অবিরাম।
এখন কৃত্রিম ফাওল্গুনের পাখি, ফুল আর ভাল্লো বাসা সেই কৃত্রিম হবে সেটাও আশা করি মেনে নেবে সবাই! মানবে না? না মানলেও মানবে।
সাবিনা ইয়াসমিন
চাপিয়ে দিলে মানতে হবে বৈকি! জোরের উপর জোর চলে না।
চমৎকার মন্তব্যর জন্য এত্তগুলা ধন্যবাদ।
ভালো থাকুন, সব সময় এভাবেই পাশে থেকে অনুপ্রেরণা দিন এইতো চাওয়া।
শুভ কামনা রইলো ভাইজান 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
প্রকৃতি ব্যতীত সবি একাকার!
প্রকৃতির পরিবর্তনের সাথে মানুষের পরিবর্তন হয় তা দৈহিক কিংবা মানসিক হোক।
তেমনি ভালোবাসা, বিশ্বাস চিরকাল থাকে না একজনের প্রতি।
আর যদি থেকে তাহলে তা ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ বলা যেতে পারে!
কৃষ্ণচূড়া ফুটুক আর নাই ফুটুক বসন্ত কিন্তু আসবে!
নদী যৌবন হারাবে।
যথার্থ লিখেছেন, দিদি।
শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
ফাগুনের রঙে বসন্ত সব সময়েই রঙিন হবে, তেমনি জোয়ার বিনা নদী হারিয়ে ফেলবে যৌবন/ গতি! এটাই প্রকৃতির নীতি।
লেখা দিও, তোমার লেখা মিস করি এখানে।
ভালো থেক, শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
খুব ভালো বুঝতে পারিনি। কিন্তু আপনার লেখনশৈলী বরাবরই সুন্দর পরিপাটি। পড়েছি এবং সবার মন্তব্য পড়ে মোটামুটি ধারণা করেছি। যতক্ষণ না বুঝব ততবার পড়ব।
সাবিনা ইয়াসমিন
আপনি এই লেখা আরও পড়বেন জেনে আনন্দিত হলাম।
ভালোবাসা ও শুভ কামনা অবিরাম 🌹🌹
হালিমা আক্তার
চমৎকার উপহার। হাজার ফুলের ভালোবাসা এক সাথে পাওয়া। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।
বাসন্তী শুভেচ্ছা রইলো 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
ভালোবাসা শাশ্বত
বৈচিত্রের সাড়া রঙিনা বিচ্ছুরণে চির জাগ্রত বলে।
সুন্দর অনুভবে অনন্য সৃজন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সাবিনা ইয়াসমিন
এত সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ লিটন ভাই। আপনিও ভালো থাকুন। শুভ কামনা নিরন্তর 🌹🌹