ঝলমলে সব ভুলগুলো
নক্ষত্রের মত জ্বল জ্বল করে
যেনবা উদ্ধত ময়ূরকণ্ঠী হার!
প্রেমিকার গালের তিলের মত
ভুলগুলো, আঙ্গুলের নরম ছোঁয়ায়
কেঁপে কেঁপে ওঠে কি সুখে!
ভুলের জপমালা গুনতে গুনতে
নিষিদ্ধ পুণ্যেরা হেসে ওঠে
স্যাঁতস্যাতে পালঙ্কে, নির্জন লেকের পাড়ে
কিংবা কাশবনের লাজুক মেঘে।
অবশেষে হার মানে দেবদূতেরা!
ভুলের নরোম পলিতে জেগে ওঠে মানুষ,
আর পৃথিবী বেঁচে ওঠে বারবার!
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
এমন ভুল আছে বলেই পৃথিবী বেঁচে ওঠে বারবার 🙂
ছোট কবিতায় অনেক ভালো লাগা -{@
বোকা মানুষ
ধন্যবাদ ভাই!
অনিকেত নন্দিনী
প্রেমিকার গালের তিলের মত ভুল!
প্রেমিকার গালের তিলকে প্রেমিক পুরুষের আরাধ্য বলেই জানতাম। এইটা যে ভুল তা জানা ছিলোনা।
যে ভুলে পৃথিবী বারবার বেঁচে ওঠে সে ভুল নিরন্তর হতে থাকুক।
কবিতায় ভালোলাগা।
সীমান্ত উন্মাদ
কবিতাটা হয়েছে ভীষন ভালো। শুভকামনা নিরন্তর।
খেয়ালী মেয়ে
ভুল করি বলেই তো আমরা মানুষরা আজো আছি, তা না হলে তো সব রোবট হয়ে যেতো…
কবিতা ভালো লেগেছে (y)
লীলাবতী
ভুলের কবিতায় ভালো লাগা জানালাম।
শুন্য শুন্যালয়
কে যে ভুলের নাম ভুল দিলো!! ভুলই সঠিক। শুধু আপনিই আর ভুল করে সোনেলায় আসতে চান না, আর আমরাও এমন লেখা পড়তে পারিনা। অনেক ভালো হইছে কবিতা।
নীলাঞ্জনা নীলা
ভুল আসলেই কি ভুল?
যদি তাই হয়, তাহলে তো ভালোই। একটা কবিতা পড়ার সুযোগ হলো। -{@