ভুল…!

বোকা মানুষ ২৫ জুলাই ২০১৫, শনিবার, ১০:৩৮:৪৮অপরাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য

ঝলমলে সব ভুলগুলো
নক্ষত্রের মত জ্বল জ্বল করে
যেনবা উদ্ধত ময়ূরকণ্ঠী হার!
প্রেমিকার গালের তিলের মত
ভুলগুলো, আঙ্গুলের নরম ছোঁয়ায়
কেঁপে কেঁপে ওঠে কি সুখে!
ভুলের জপমালা গুনতে গুনতে
নিষিদ্ধ পুণ্যেরা হেসে ওঠে
স্যাঁতস্যাতে পালঙ্কে, নির্জন লেকের পাড়ে
কিংবা কাশবনের লাজুক মেঘে।
অবশেষে হার মানে দেবদূতেরা!
ভুলের নরোম পলিতে জেগে ওঠে মানুষ,
আর পৃথিবী বেঁচে ওঠে বারবার!

১০৬১জন ১০৬১জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ