গান ভাল লাগেনা এমন লোক কমই আছে। তবে নিরিবিলি গান মানেই আমার মনে হই ঠান্ডা গান। চুপি চুপি শুনা অবসরের প্রিয়। আর পাবনা ভেবেই গানের কথা। যেমন কন্ঠ, তেমন সুর, আমার ভালোলাগার গান।
বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা।।
ফাগুনের এই দিনগুলি কি আর থাকবেনা?।।
বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা।
দুল দুল মহুয়াত নেশা আর জাগেনা,
গুন গুন ভোমরার গান ভালোলাগেনা।
দুল দুল মহুয়াত নেশা আর জাগেনা,
গুন গুন ভোমরার গান ভালোলাগেনা।
জোনাকিরা দ্বীপ কুলে আর ডাকবেনা।
বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা।
ফাগুনের এই দিনগুলি কি আর থাকবেনা?।
বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা।
রিমঝিম নুপুরের বোল আর বাজেনা।
রঙ রঙ পলাশের রঙে মন সাজেনা।
রিমঝিম নুপুরের বোল আর বাজেনা।
রঙ রঙ পলাশের রঙে মন সাজেনা।
বনছায়া ফুলে ফুলে আর থাকবেনা।
বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা।
ফাগুনের এই দিনগুলি কি আর থাকবেনা?।
বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা।।
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
পুরান দিনের এসব গান কখনো পুরাতন হবে না,
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।
মোঃ মজিবর রহমান
ভাই আমিতো বর্তমানের শিল্পীদের নাম ও গান কিছুই মনে নাই। বা হয়না। শুনিই না।
ভাল থাকুন।
জিসান শা ইকরাম
আপনিও ভাল থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
শুনে শেষ করা যায় না, এটি এমন একটি গান।
শুনলাম আবার;
মোঃ মজিবর রহমান
মনের গহীনে থাকলে শেষ হবেনা বস। ধন্যবাদ। ভাইজান।
মৌনতা রিতু
কিছু গান আসলেই চির নতুন। বার বার শুনলেও তা আবারো শুনতে ইচ্ছে করে।
মোঃ মজিবর রহমান
হুম! শুনেও মন ভরে না।
নীলাঞ্জনা নীলা
গীতা দত্তের গান, খুব প্রিয় আমার।
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, নিশি রাত বাঁকা চাঁদ আকাশে, ওগো সুন্দর জানো নাকি, বাবুজি ধীরে চলনা, মেরা নাম চিন চিন চু ইত্যাদি আরোও কিছু গান আছে যা খুব ভালো লাগে শুনতে।
মজিবার ভাই ধন্যবাদ সুন্দর একটি পোস্ট দেয়ার জন্য।
মোঃ মজিবর রহমান
পড়া ও শুনার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।
ইঞ্জা
এইসব গান আমার সবসময়ের পছন্দের, আজকালকার গান তো শুনায় বাদ দিয়েছি।
আপনার পছন্দ আছে ভাই। (3
মোঃ মজিবর রহমান
আমিও বর্তমানের দেশি শিল্পীদের বিশেষ করে ব্যান্ড গানের বাজনায় সুর ও কথা অনেক গানে বুঝা যাইনা শুনব কি? ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন ভাই
মোঃ মজিবর রহমান
-{@