গান ভাল লাগেনা এমন লোক কমই আছে। তবে নিরিবিলি গান মানেই আমার মনে হই ঠান্ডা গান। চুপি চুপি শুনা অবসরের প্রিয়। আর পাবনা ভেবেই গানের কথা। যেমন কন্ঠ, তেমন সুর, আমার ভালোলাগার গান।

বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা।।

ফাগুনের এই দিনগুলি কি আর থাকবেনা?।।

বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা।

দুল দুল মহুয়াত নেশা আর জাগেনা,

গুন গুন ভোমরার গান ভালোলাগেনা।

দুল দুল মহুয়াত নেশা আর জাগেনা,

গুন গুন ভোমরার গান ভালোলাগেনা।

জোনাকিরা দ্বীপ কুলে আর ডাকবেনা।

বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা।

ফাগুনের এই দিনগুলি কি আর থাকবেনা?।

বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা।

রিমঝিম নুপুরের বোল আর বাজেনা।

রঙ রঙ পলাশের রঙে মন সাজেনা।

রিমঝিম নুপুরের বোল আর বাজেনা।

রঙ রঙ পলাশের রঙে মন সাজেনা।

বনছায়া ফুলে ফুলে আর থাকবেনা।

বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা।

ফাগুনের এই দিনগুলি কি আর থাকবেনা?।

বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা।।

 

৮৮৩জন ৮৮৩জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ