প্রিয়
***** কেমন আছ জানিনা জানার ইচ্ছে হলে ও জানতে পারিনা, একটা সময়ই ছিল তোমাকে না দেখে থাকতে পারতাম না , তা ওই সময়ই একটা ব্যাপার ভাল ছিল তোমাকে না ভেবে থাকতে পারতাম।
এখন তোমাকে না দেখে থাকতে পারি কিন্ত না ভেবে থাকতে পারি না কিন্তু কেন ?
জানি না আর কখনো জানার চেষ্টা ও করি না কেন করবো কার জন্য করবো যাকে একা রেখে চলে গেছ অনেক দূর, কি ভেবেছিলে আমি ভেঙ্গে যাব ভেঙ্গে দিবে আমার সব কিছু কি ছিল তোমার ইচ্ছা কষ্ট দিয়ে আমাকে শেষ করে দিবে কিন্তু তমি কি করে ভুলে গেলে আমি জন্মের পর থেকেই জ্বলছি তুমি আর নতুন করে কি জ্বালাবে ।
আমার লেখা গোলা তুমি পড়বে জানি তুমি পড়বে কিন্তু কিছু বলবে না কারণ তোমার বলার কিছু নেই থাকবেই বা কি করে যা বলার ছিল টা তো বলেই দিয়েছ আজ একটা গান অনেক মনে পরে
জীবন মানে পদ্মা নদী
থেমে সে তো থাকে না
তোমাকে ছাড়া আমি কষ্টে আছি
এমন কখনো ভেবনা
তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া
আমি কেন পারব না
তোমার কি কখনো মনে পরে এই গানটা শুনি বলে তুমি অনেক রাগ করতে ,
আর আমি তোমাকে বলতাম যে কি করবো তুমি যদি আমাকে ছেড়ে কখনো চলে যাও সেই সময়ই গানটা গাইব তাই শিখে রাখি, তুমি আমার মুখ চেপে ধরে বলেছিলে এক মাত্র মরন ছাড়া তোমাকে আমাকে আলাদা করতে পারবে না ।
সেই তুমি আজ আমাকে চেন না দেখে না দেখার মত করে চলে যাও কিন্তু কেন ?
আমি কি তোমার কোন ক্ষতি করছিলাম ??
তোমাকে তো শুধু ভালবেসেছিলাম
চেয়েছিলাম সারাটা জীবন তোমার বুকে মাথা রেখে কাটাতে, চেয়ে ছিলাম তোমার হাতে হাত রেখে জীবন পার করে দিতে কিন্তু কিছুই হল না আর হবে ও না।
আমার লেখা হইত এখানেই শেষ কিন্তু জীবন এর শেষ কোথাই ??
যানিনা তবে সেই অপেক্ষাই আছি যাবার আগে এক নজর তোমাকে দেখার আসাই
একবার চোখের দেখা দেখব বলে হইত বেছে আছি
দরদিয়া তুমি দাওনা দেখা থাকলে কাছা কাছি
ভাল থেকো সারাটা জীবন দোয়া করি, তোমার উপর আমার কোন অভিমান কেই নেই কোন রাগ তোমাকে ভালবাসার আগে এমন কোন সর্ত তো ছিল না যে তুমি আমার হবে, সারা জীবন আমার পাশে থাকবে তবে কেন তোমার ওপর অভিমান করবো বল,
ভুলে গেছি তোমার দেয়া সব কষ্ট
ভুলতে পারিনি তোমাকে
ভুলে গেছি তোমার সব কথা
ভুলতে পারিনি তোমার প্রেম
—- ইউসুফ রানা ডালী YRD
প্রতিটা গল্পই কোন না কোন জীবন থেকে নেয়া
১৭টি মন্তব্য
রিমি রুম্মান
ভাল লাগলো… কিন্তু জীবন কারো জন্য থেমে থাকে না… শুভকামনা…
রানা
জীবন কারো জন্য থেমে থাকে না কিন্তু মন্তা মাঝে মাঝে থেমে যাই ।
মন্তব্য করার জন্য ধন্যবাদ
ছাইরাছ হেলাল
হ্যাঁ, প্রতিটা গল্পই কোন না কোন জীবন থেকে নেয়া ,
তবে বেশ কাছে থেকেই ছুঁয়েছে বলে মনে হচ্ছে ।
ভাল , বেশ ভাল ।
রানা
মন্তব্য করার জন্য ধন্যবাদ দাদা
শুন্য শুন্যালয়
এতো ভালোবাসা আছে নাকি? :p
রানা
মন থেকে ভালবেসে দেখেন টাকে ছাড়া তো দুনিয়া অন্ধকার দেখা যাবে ।
রকিব লিখন
সুন্দর অভিব্যক্তির প্রকাশ্।। (y)
রানা
মন্তব্য করার জন্য ধন্যবাদ দাদা -{@
জিসান শা ইকরাম
ভালো লেগেছে খুব —
কাউকে কাউকে ভুলে যাওয়া যায়না আসলে —
মোঃ মজিবর রহমান
ভুলেই যদি যাওয়া যায় তাহলে ভালবাসলাম কেন?
ভুলেই যদি যাওয়া যায় তাহলে হৃদয় ভ্রমন করলাম কেন?
ভুলেই যদি যাওয়া যায় তাহলে অন্তরে ঠাই দিলাম কেন?
ভুলেই যদি যাওয়া যায় তাহলে আদপান্ত ঘুরলাম কেন?
ভুলেই যদি যাওয়া যায় তাহলে জীবন ছন্ন ছাড়া হলে গালি দিবেন না,
ভুলেই যদি যাওয়া যায় তাহলে কেউ দেবদাস কবেন না,
ভুলেই যদি যাওয়া যায় তাহলে কেউ নিমুক হারাম কবেন না,
ভুলেই যদি যাওয়া যায় তাহলে হৃদয় হীনা কবেন্না। কেমন।
লীলাবতী
(y) (y) (y) (y) -{@