ভালোবাসা——
অরুণিমা মন্ডল দাস
ছবিকে ফোন করলাম
আদর করে জানলাম
সে আসলে আমার খোলা ছাদের ফঁাকা যন্ত্রনা
হু হু আগুনে পোড়ানো কাঠ কয়লা
আমি তঁার অর্ধ ভেজা বারুদ
জ্বললেও কষ্ট আবার না জ্বালালেও দমবন্ধ ধোঁয়া
মেয়েটি
ফেসবুক ওয়াটস আপের কোন সেলফি জোকার
বায়োলজির অভিযোজনে গলাকাটা এক পাখি
তবুও
সে থাকবে আমার শুধু আমার—– কল্পনাতে ছবিতে —অনুভূতিতে—-
তঁাকেই ভালোবাসব বারবার হাজারবার
পাটিগণিতের সুদের অঙ্কের সূত্রে—–!
৫টি মন্তব্য
অরুণিমা মন্ডল দাস
(-3
শাওন এরিক
সুদের অংকের মত ভালোবাসা! দারুণ উপমা! 😀
অরুণিমা মন্ডল দাস
(3
মৌনতা রিতু
‘নিজের জন্যই ভালবাসি নিজেকে। কল্পনায় আঁকি এক ছায়ার ছবি।’
ভাল একটা শব্দ ‘পাটিগনিতের সূত্রের মতো।’ ভাল হয়েছে লেখা।
অরুণিমা মন্ডল দাস
-{@