জীবন বাঁচে ভালোবাসা ভালো লাগা তরে
ভালোবাসা বিহীন জীবন ধুঁকে ধুঁকে মরে।
ভালোবাসা পরম নদী
নিঃস্বার্থ হয় গো তা যদি।
ভালোবাসা দিলে মেলে ভালোবাসা তবে
ভালোবেসে সৃষ্টিকর্তা বানিয়েছে সবে।
ধরার বুকে জীবে সেবা জীবে দয়া দিলে
ধরার বুকে থেকে প্রভুর দেখা তবে মিলে।
ভালোবাসা দিলে আপন
তাদের সাথে জীবন যাপন।
ভালোবাসার পরশ পেলে প্রাণের সঞ্চার আসে
ভালোবাসা নেই সেজনই দুখের ভেলায় ভাসে।
গাছের সঙ্গে পাতার প্রেমে অলির সঙ্গে মধুর
সখীর সঙ্গে সখার প্রেমে বরের সঙ্গে বধুর।
নদীর সঙ্গে সাগর প্রেমে
পলি সঙ্গে নদীর হেমে।
সব জিনিসে ভালোবাসার লাগে আছে ছবি
ভালোবাসা কেন্দ্র করে কাব্য রচে কবি।
রচনাকালঃ
২৪/০৭/২০২১
৪+৪+৪+২
৪+৪
৪+৪+৪+২ স্বরবৃত্ত ছন্দ
————————————————
ডাকপিয়ন ও চিঠি
জাহাঙ্গীর আলম অপূর্ব
মুঠোফোনের প্রেমে পড়ে
চিঠির চলন নাই,
বসে বসে ডাক পিয়নে
মাগনা হাওয়া খাই।
আগের যুগে চিঠির চলন
নেই তুলনা তার,
ক্ষুদে বার্তার জন্য তবে
দেয় না চিঠি আর।
সুন্দর ভাষা দিয়ে রে ওই
চিঠি লেখা হয়,
ডাক পিয়নই ডাক ঘরেতে
চিঠিবিহীন রয়।
মুঠোফোনে কথা বলা
মুঠোফোনই সব,
বর্তমান ওই চিঠি খানা
রহম করো রব।
আগের যুগে চিঠি দিয়ে
হয়তো সকল কাজ,
এখন চিঠি দিতে গেলে
লাজ লাগে ভাই লাজ।
রচনাকালঃ
২৩/০৭/২০২১
স্বরবৃত্ত ছন্দ- ৪+৪/৪+১
১৪টি মন্তব্য
কাজি রাশেদ
সুন্দর প্রকাশ কবি। ❤️🌹শুভেচ্ছা নিবেন প্রিয়
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ।
শুভকামনা রইল সতত।।
হালিমা আক্তার
ভালোবাসা ছাড়া সব কিছুই অচল। ভালোবাসা আছে বলেই ধরনী এত সুন্দর। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত প্রিয়।।।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর কবিতা দ্বয়। এগিয়ে যান আরো অনেক দূর। অফুরন্ত শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।
ভালো থাকুন সদা।।।
রেজওয়ানা কবির
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে,ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে।
শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আহা ভালবাসা — জীবন বাঁচে ভালোবাসা ভালো লাগা তরে
ভালোবাসা বিহীন জীবন ধুঁকে ধুঁকে মরে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভাই আপনার প্রতিও শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ প্রিয়।।।