
বিরান মরুভূমির এককোনে বসে বিজারিত স্বপ্নে বিভোর তক্ষকের ক্ষণেক্ষণে রঙ বদলাবার দৃশ্যে যে ছবি মনে ভাসে তার সাথে তুলনা করার মত নিজের প্রেমোদগম স্মৃতিগুলি ধূসর থেকে ধূসর হতে চলেছে দিনকেদিন।
মরুর পথিক কত পথ পেরিয়েছে, কত নোনা অশ্রুর সমুদ্র বইয়েছে তার ইয়াত্তা নেই। মহাসাগরের গহীন অন্ধকার আর বেদুইনের হৃদয়ের কালো গহ্বর এ দু’য়ের মাঝে এখন খুব একটা পার্থক্য আর খুঁজে পায়না সে।
নিজের অনাসক্ত অবস্থায়ও সহজ জীবনের সহজ আনন্দটুকু উপভোগ করতে চেয়েছে চিরদিন। কখনো সুযোগ সুবিধার অপেক্ষায় বসে থাকেনি, দুরাকাঙ্ক্ষায় ছুটোছুটিও করেনি। জীবনে যতটুকু অর্জন ততটুকুতেই সুখী থাকতে চেয়েছে সে।
এই সহজ ভারমুক্ত জীবনের আনন্দে পথেঘাটে, মাঠে, বাটে, বালুচরে, নীলনদের কুল ঘেঁসে ঘুরে বেড়ানোতেই তার পরিপূর্ণ তৃপ্তি। জীবন সংসার বলতে কিছুই নেই, ঘোড়ার পিঠের সওয়ারি যেন ক্যাকটাসের ছায়াতেই খুঁজে ফিরে নীড়ের ঠিকানা।
শত ঝড় তুফানেও বেদুইন হতাশায় ডুবে যায়নি কিংবা কেউ এক-দু’জন তাকে ডুবতে দেয়নি। তাদের ভালোবাসার ঋণ যে শোধ হবার নয়। এ কারনেই বড্ড অভিমান হয় তার। ভালোবাসার প্রতিদান দেয়া যায়না কেন? এ কেমন নিয়ম, সারাজীবন ঋণী হয়ে থাকা!
বেদুইনের আবেগীয় অনুভূতির উত্থান-পতন নিয়ে লিখতে গেলে মোটা একটি বই রচিত হবে। সেখানে শুধু জমে থাকা অভিমানের পাহাড় দেখতে হবে সবাইকে। জীবনের অভিজ্ঞতা ইশারায় দেখিয়ে দেয়, প্রতিটি অভিমানী গল্পের শুরু থাকে শেষ থাকেনা।
কালের গহবরে বেদুইনের জীবনে আসা চরিত্রগুলি বিলীন হতে হতে মিশে যায় একসময়। শুধু ভালোবাসার রেশ তপ্ত মরুর বুকে বালুকণা হয়ে উড়ে যায় অসীমের শুন্যতায়।
[বাল্যবন্ধু সায়েমের অকাল মৃত্যুতে নেমে আসা শুন্যতা ধুলোয় মিশে যাক। মাথা উঁচু করে বেঁচে থাকুক তার পরিবার এবং একমাত্র সন্তানটি]
১৮টি মন্তব্য
হালিমা আক্তার
মনের অব্যাক্ত কথায় শূন্যতার বেদনা গুলি যেন ফিরে ফিরে আসে | অসাধারণ লিখেছেন | ওপারে ভালো থাকুক আপনার বন্ধু | আল্লাহ তাকে জান্নাতবাসি করুন |
তৌহিদুল ইসলাম
আমীন। আল্লাহ কবুল করুন।
ধন্যবাদ আপু।
ছাইরাছ হেলাল
ইন্নাহ লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজেউন।
আল্লাহ তাঁর পরিবার কে সহনীয়তা দান করুক, তাঁর অসীম দয়ায়।
তিনিই দয়াময়।
তৌহিদুল ইসলাম
আমীন, আল্লাহ কবুল করুন।
ধন্যবাদ ভাইয়া, দোয়া রাখবেন।
রোকসানা খন্দকার রুকু
আল্লাহ তাকে ও তার পরিবারকে ভালো রাখুক। এই কামনা।
আমাদের যে কোন সময় যেতে হবে এটাই বাস্তবতা।
তৌহিদুল ইসলাম
আমীন। আপনিও ভালো থাকুন আপু।
শামীনুল হক হীরা
আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, আমীন।।
তৌহিদুল ইসলাম
আমীন, ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
এইত জীবন, হঠাৎ থমকে যাওয়া…………
ইন্নাহ লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজেউন।
তাঁর আত্মার শান্তি কামনা করছি।
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ ভাই, আল্লাহ কবুল করুন।
আপনি কেমন আছেন?
সাবিনা ইয়াসমিন
অল্পতে তুষ্ট থাকা মানুষেরা কেন জানি অল্পের জন্যেই পৃথিবীতে আসে। পিছনে পরে থাকে তাদের দেয়া অসংখ্য স্মৃতি। আপনার বন্ধুর বিদেহী আত্মার জন্য দোয়া করি, আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন।
আমিন।
তৌহিদুল ইসলাম
আমীন, আল্লাহ কবুল করুন। ক’দিন ধরে এই নিয়ে মন খুবই খারাপ। ভালো থাকবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, ঈশ্বর পুরো পরিবারের সহায় হোন, শোককে কাটিয়ে ওঠার শক্তি দিন। জীবন কখন যে কার থেমে যাবে কেউই জানিনা। চলে গেলেই সব শেষ হয়ে যায় এইতো জীবন। সাবধানে থাকুন সুস্থ থাকুন
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন।
আরজু মুক্তা
থমকে যাওয়া এই পরিবারকে আল্লাহ শক্তি দান করুন।
ভালো থাকুক ওপারে।
তৌহিদুল ইসলাম
আমীন, আল্লাহ কবুল করুন।
পপি তালুকদার
কিছু মানুষ আছে যাদের চাহিদা, কামনা খুব কম।কিংবা অল্পতে তুষ্ট থাকে।এমন মানুষগুলো সত্যি ভালো মনের মানুষ হয়।
আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমিন।
তৌহিদুল ইসলাম
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমীন।
ভালো থাকুন আপু।