
‘ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো–তোমার মনের মন্দিরে’
রবী ঠাকুর মেবি প্রকৃত ভালোবাসার রূপটা নিজ চোখে দেখেই গানটি লিখেছেন। ভালোবাসার তরে গোটা জগৎটাই যেন বিস্মিত এক নাম। ভালোবাসা রূপ, বয়স আর যৌবনের ঊর্ধে। পৃথিবীর ৭০০ কোটি মানুষের মধ্যে গোটাকয়েক মানুষ তো আছেই ‘যাদের কাছে চেহারার সৌন্দর্য্য থেকে মনের সৌন্দর্য্যটাই শ্রেয়। দুনিয়ার এত এত প্রেমিকদের ভীরে হাতেগোনা কিছুসংখ্যক প্রেমিক তো আছেই ‘যাদের নজরে শুধু প্রিয়তমার অকৃত্রিম হাসিটাই মুখ্য!
সত্যি কিছু ভালোবাসা অতীতের ইতিহাসকেও হার মানায়। কিছু প্রেমিকের চাহিদা ভেঙে দেয় অতীতের বিখ্যাত প্রেমিকদের সমস্ত রেকড। শাহজাহান- মমতাজ,শিরিন-ফরহাদ, দেবদাস-পার্বতী, লাইলি-মজনু, ইউসূফ-জুলেখা তারা হয়তো বেঁচে নেই। কিন্তু তাদেরই মত এগুচ্ছ পবিত্র ভালোবাসা হাতে নিয়ে এখনো একদল পাগল প্রেমিক এবং প্রেমিকা একে অপরের অক্সিজেন হয়ে বেঁচে আছে!!
ভালোবাসার জয় হোক।
১০টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
পবিত্র ভালোবাসাই অবিনশ্বর।
অনেক সুন্দর লেখা।
বেশ মুগ্ধতায় শুভেচ্ছা নিরন্তর।
মাছুম হাবিবী
ধন্যবাদ ভাই
আরজু মুক্তা
বাঁচুক এই ভালোবাসা গুলো।
মাছুম হাবিবী
এটাই কামনা।
পপি তালুকদার
ভালোবাসা চিরদিন বেঁচে থাক।অমর হয়ে থাক অকৃত্রিম ভালোবাসা।
মাছুম হাবিবী
এটাই কামনা। এমন ভালোবাসাগুলো হাজারবার বেঁচে থাকুক।
মোঃ মজিবর রহমান
ভালোবাসায় ভালো বাসতে শিখায়। এরা অমর।
মাছুম হাবিবী
একদম রাইট ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
পবিত্র ভালবাসা বেঁচে থাক যুগ যুগ ধরে। আপনার জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন সতত
মাছুম হাবিবী
এটাই কামনা দিদি। ধন্যবাদ