একা বসে ভাবছি আমি
কি ভুল ছিল
তোমাকে নিয়ে বেচে থাকার ।
এ কেমন ভালবাসা
বলতে পার কি তুমি আমায় ।
সপ্ন দেখেছি তোমায় নিয়ে
স্বপ্নহীন হলাম আমি
তোমায় হারিয়ে ।
আধার রাতে বসে আমি
ভাবছি শুধু তোমায় ।
জানি আর পাবো না
পুরনো সেই দিন ।
জীবন থেকে হারাবে না
তোমার সাথে কাটানো
সেই সব সুখের দিন ।
জীবনের প্রদীপ নিভিয়ে
তুমি কেন হারিয়ে গেলে ।
জানি তুমি আসবে না ফিরে
তবুও শুধু ভাবছি তোমায় নিয়ে ।
সেতো আমার বেচে থাকার স্বপ্ন ।
আর তাকে ভুলে থাকাটা অনেক কষ্ট কর । ;(
তাই সে যে ফিরে আসবে না এটা জেনেও তাকে নিয়ে প্রতিটা মুহূর্ত ভেবে যাচ্ছি ।
ধন্যবাদ আপনাকেও ।
হুম সোনেলা ব্লগে এটাই আমার প্রথম লিখা । যদিও আমি লিখতে পারি না ।
লিখার চেষ্টা করছি । 🙂
ধন্যবাদ আপনাকে ।
আমাকে উৎসাহ দেয়ার জন্য ।
আর আমিতো লিখতে পারি না ।
তবে মনের অনভুতি টা লিখার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি ।
চেষ্টা করব নিয়মিত লিখে যাবার। 🙂
১১টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম ।
সহজ সরল কবিতায় অনেক ভালো লাগা ।
নীল প্রান্তর
ধন্যবাদ আপনাকে ।
আসলে আমি লিখতে পারি না । তবে মনের কিছু কথা লিখার চেষ্টা করছি ।
সোনেলা ব্লগে এসে আমার ও অনেক ভালো লাগছে । 🙂
বনলতা সেন
যে ফিরে আসবে না তাকে নিয়ে বেশি বেশি ভাবনার দরকারটা কী ?
সহজে সুন্দর করে ভালই লিখেছেন ।
হ্যা , প্রথম লিখলেন ।
নীল প্রান্তর
সেতো আমার বেচে থাকার স্বপ্ন ।
আর তাকে ভুলে থাকাটা অনেক কষ্ট কর । ;(
তাই সে যে ফিরে আসবে না এটা জেনেও তাকে নিয়ে প্রতিটা মুহূর্ত ভেবে যাচ্ছি ।
ধন্যবাদ আপনাকেও ।
হুম সোনেলা ব্লগে এটাই আমার প্রথম লিখা । যদিও আমি লিখতে পারি না ।
লিখার চেষ্টা করছি । 🙂
লীলাবতী
ভালো লেগেছে । আরো ভালো লাগবে যদি জবাব দেন।
নীল প্রান্তর
ধন্যবাদ আপনাকে ।
জবাব কেন দিবো না বলেন ।
আশা করি এখন আপনার ভালো লাগছে । 🙂
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
নিয়মিত লিখতে শুরু করুন ।
নীল প্রান্তর
ধন্যবাদ আপনাকে ।
আমাকে উৎসাহ দেয়ার জন্য ।
আর আমিতো লিখতে পারি না ।
তবে মনের অনভুতি টা লিখার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি ।
চেষ্টা করব নিয়মিত লিখে যাবার। 🙂
নীল প্রান্তর
লিখতেতো পারি না ।
তবে মনের অনভুতি টা লিখার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি ।
চেষ্টা করব নিয়মিত লিখে যাবার। 🙂
নিশিথের নিশাচর
আর ভাবিস না । দেখিস না আমি থেমে গেছি।
এখন শুধু নিজের জন্য বেঁচে আছি।
নীল প্রান্তর
এখনতো আমিও শুধু নিজের জন্য বেচে আছি ।