
সময়ের সাথে সাথে বদলে যাওয়াটাই একটা স্বাভাবিক রীতি বলা যায়। তবে সবাই কি বদলে যায়? বদলে যাওয়া টা কি প্রকৃত মানুষের কাজ! নাকি আমার চিন্তাভাবনা একটু আলাদা আসলে তাই বুঝি না! আমি ভাবি সময়ের সাথে সাথে কেন মানুষের সব কিছু বদলাতে হবে? মানুষের বদলে যাওয়া দেখে আমি খুব চিন্তিত, এভাবে বদলে বদলে যাওয়ার জন্য আজ আমাদের সম্পর্ক গুলো নষ্ট হয়ে যাচ্ছে। সবাই নিজের মতো করে নিজেকে সাজাছে।কেউ ই অন্যের জন্য ভাবছে না।
পরিবারের সদস্যদের মধ্যে আগের মতো সেই শক্তিশালী বন্ধন টা নেই। যৌথ পরিবারের ত্যাগ, ভালোবাসা হারিয়ে গেছে অনেক আগে। এখন একক পরিবারের মধ্যেও একটা সময় পরে ভালোবাসার অনেক অভাব। কেউ কারো জন্য বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ! বাবা,মা কে সময় দেয়া তো দূরের কথা শ্রদ্ধা, সম্মান দিতে ব্যর্থ সন্তান গুলো। সময়ের ব্যস্ততা আরো কত অজুহাত! তারপর ভাই, বোন সে সম্পর্ক টা সেটা ও ভেঙ্গে যায় ভাই বিয়ের পর। আর এভাবে বদলে যাওয়া মানুষগুলো সব সম্পর্ক গুলো বদলে দেয়।
আজকাল তথাকথিত বন্ধুত্ব! যেখানে নেই বিন্দুমাত্র দৃঢ় বিশ্বাস বা আস্থা। টাকা হলে ঢের বন্ধু পাওয়া যায়। নাহলে শুধু সময় পার। একটা সময় ছিল বাল্যকালের বন্ধু মানে ভাই সমতুল্য কিন্তু এখন সেটা বিরল।
ভালোবাসার মানুষটা ও সময়ের সাথে সাথে বদলে যায়। থাকে না আগের প্রতিশ্রুতি, ভালোবাসা, নির্ভরশীলতা। পরে থাকে আক্ষেপ আর অপেক্ষা , যা কখনো শেষ হয়না। সময়ের স্রোতে ভেসে যায় অদেখা অজানা কোনো তীরে। পোষাক বদলে যাওয়ার মতো আমাদের ভালোবাসার সম্পর্কগুলো বদলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষ অনেক অভিমানে..
প্রিয় মানুষগুলো এভাবে স্মৃতি হয়ে না যাক! ঘিরে থাক তাদের ভালোবাসাকে যেন হারিয়ে না যায়। অনেককিছু হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় তবে মানুষ হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। সময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সব ঠিক রেখে চলাই বুদ্ধিমানের কাজ। আমাদের ভালোবাসায় আবার পৃথিবী হেসে উঠুক নতুন প্রাণে…
১৫টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সবই ডিজিটাল সভ্যতার দান।
কপাল বাম দিকে বাঁক নিলেই আরও সহজে চেনা যায় দুনিয়ার হাল চাল।
বিশ্বাস আস্থা আজ বড়ই দুর্বল।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন।
পপি তালুকদার
আসলে সভ্যতার দোষ দিয়ে লাভ নেই আমাদের নিজেদের অনেক কিছু করার আছে।সময় থাকতে সেই প্রচেষ্টা করা উচিত।ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আজকাল সবাই যেন নিজেকে নিয়েই ব্যস্ত। এক ঘরে থেকেও অনেকেই যেন নির্বাক, আপন ঘোরে সবাই আটকে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানুষে মানুষে বিভাজনের অদৃশ্য দেয়াল গড়ে তুলছে। সবাই বদলে যাচ্ছে, সময়ের সঙ্গে। তারপরেও আপনার সুরে সুর মিলিয়ে বলি –সময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সব ঠিক রেখে চলাই বুদ্ধিমানের কাজ।আমাদের ভালোবাসায় আবার পৃথিবী হেসে উঠুক নতুন প্রানে..-
পপি তালুকদার
ধন্যবাদ।ভালো থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা অফুরান।
জিসান শা ইকরাম
আধুনিকতার ছোঁয়ায় আমাদের পারিবারিক বন্ধন শিথিল হয়ে গিয়েছে। অনেকেই আছেন যারা বাবা মা ভাই বোন – এমন সম্পর্ককে গুরুত্বহীন করে দিয়েছে।
বন্ধুত্বের সম্পর্কে স্বার্থপরতা প্রবেশ করেছে। সব কিছু মাপা হচ্ছে লাভ ক্ষতির নিরিখে।
পৃথিবী আবার ফিরে পাক নতুন প্রাণ।
চমৎকার এই পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এমন লেখা আরো লিখুন।
শুভ কামনা।
পপি তালুকদার
সত্যিই সব সম্পর্কের মধ্যে আজ ভাঙ্গনের সুর বাঁজে।আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকা উচিত এবং সম্পর্কের ব্যাপারে সচেতন হওয়া দরকার।অনেক ধন্যবাদ ভাইয়া।শুভ রাত্রি।
সুপর্ণা ফাল্গুনী
আজকাল সম্পর্কগুলো কাঁচের টুকরোর মতো একটু অসাবধানতায় ভেঙে চুরমার হয়ে যায়। পরিবারের সদস্যদের মধ্যে কোনো বন্ধন, মানবিকতা, বিবেক, ভালোবাসা নেই। সবাই স্বার্থের টানে জড়িয়ে আছে, ছুটছে অবিরত টাকার পিছনে। চাহিদা বেড়ে গেছে, লোভ বেড়ে গেছে, হিংস্রতা বেড়ে গেছে, পৈশাচিকতা বেড়েছে । বন্ধুত্বেও ঢুকে গেছে নোংরামি, স্বার্থ তাহলে কিভাবে সুস্থ, সুন্দর সম্পর্ক আশা করবো?
চমৎকার একটি লেখা দিদি। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি
পপি তালুকদার
ঠিক বলেছেন দিদি তবে ঘুরে দাঁড়ানো উচিত। ধীরে ধীরে মূল্যবোধের অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছে যাবো আমরা।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আরজু মুক্তা
স্বার্থ গুলো দূরে থাক। পৃথিবী সুন্দর হোক আবারও
পপি তালুকদার
তাই যেন হয়।ধন্যবাদ
রোকসানা খন্দকার রুকু
আমরা বেশি ডিজিটাল তাই সমস্যা॥ বেশি স্বার্থপরতার কারনে সম্পকের মূল্য হারিয়ে যাচ্ছে।
সুন্দর পোস্ট॥ শুভ কামনা🥰🥰
পপি তালুকদার
হুম সত্যিই তাই।তবে আমাদের ও অনেক দায়িত্ব আছে অস্বীকার করার উপায় নেই।ধন্যবাদ।ভালো থাকবেন।
তৌহিদ
আসলে সময়ের সাথে সাথে আমরাও আমাদের সম্পর্কগুলোকে কাস্টমাইজড করে নিয়েছি নিজেদের মতন করে। এর সমস্যা যেটা হয়েছে আবেগহীন এক বিবর্ণ সমাজে নিজেদের মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। মানুষের ভাবাবেগ এখন আর সম্পর্কের উষ্মতায় নয়, সামাজিক স্ট্যাটাস সিম্বলের উর্ধ্বগতির গ্রাফে ধাবমান। তবে সময় কিন্তু যথেষ্ট কঠোরভাবাপন্ন এটাও আমাদের মনে রাখা উচিত।
চমৎকার লিখেছেন আপু।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।সামাজিক এই পরিবর্তন আমাদের ই সংশোধন করার সময় এসেছে।ভাল থাকবেন।