
আমি দুঃখের বেদন বুকে নিয়া হাসি মিথ্যা হাসি,
যে মোরে আঘাত করে,আমি তারেই ভালোবাসি!
যে আমারে হতাশার সাগরে ডুবাইয়ে মারিতে চায়,
ভোলা মন কেন বারে বারে লুটিয়ে পড়ে তার পায়?
যে মারে বুকে লাথি মোর,তারে লই বুকে টানি,
যে আঘাতে জর্জরিত প্রাণ,যার কারণে মানহানি!
যে দেখালো মিথ্যা সপন দিন রাত্রে বেশ,
ঘুম ভাঙ্গলে তাকাই দেখি, নিশিষেই সব শেষ!
একদিন যারে করলাম আমি অন্ধের মতো বিশ্বাস,
পরিশেষে সে অন্ধ বানাইয়া,কারিয়া নিলো নিঃশ্বাস।
যারে শুধু আপন আপন করিয়া গলা শুকাইয়া যায়,
সেই কি আর বয় কবু আমার হতাশার দায়?
অবশেষে মানুষ চিনিতে করি ভুল;আমি মানুষ চিনিতে ভুল করি,
আঘাত পাইয়া দিলের ভেতর,বারবার বাঁচি-মরি।
নরম মনের মানুষেরাই এমন বুঝি হয়,
নিজের জীবন দান করিয়াও, আপন নাহি রয়!
৯টি মন্তব্য
সৌবর্ণ বাঁধন
সুন্দর ছন্দের কবিতা।
ফাহাদ মিয়া
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
পপি তালুকদার
চমৎকার আত্মকথন। আসলে যার জন্য জীবন কাঁদে সে কাঁদে অন্যের জন্য। এটা নিয়তি।
ফাহাদ মিয়া
কৃতজ্ঞতা সমেত ধন্যবাদ
হালিমা আক্তার
এটাই জীবনের বিধান। মরীচিকার পিছনে ছুটে পরি মায়াজালে জড়িয়ে। শুভকামনা।
ফাহাদ মিয়া
অসংখ্য ধন্যবাদ
আরজু মুক্তা
পরোপকারী এমনি হয়। নিজের জীবন বাজি রেখে সামনে এগিয়ে যায়।
শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
যাকে সবথেকে বেশি আপন ভাবা হয় সেই শেষপর্যন্ত আঘাত টা বেশি করে দেয়। ভালো লাগলো কবিতা। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসা এমনই। যার জন্য কেদে মরে সে অন্য কারও।