
কবে তোমায় বেসেছিলাম ভালো
দু ফোটা কালীর দামে আর নীল খামে
রাত জেগে ভাবনার আলপনা এঁকে
সোনালী ভোরের প্রত্যাশায় ।
সেই ভাবনা আজো অবিচল
কাগজ ছিঁড়ি, কালি ফুরায়
তবুও হয়নি লেখা, , যা চাই
শিরোনাম হীন, ভনিতা হীন
মনের অগোচরের সকল বারতা।
রচনা কাল ঃ ১৬/০৬/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
অনন্য অর্ণব
সেই প্রেম আজকাল আর আছে কি?
কামরুল ইসলাম
না ভাই, নাই ।
কোথায় খুঁজে পাই ??
হালিমা আক্তার
ভালোবাসার কথা কলমের কালিতে লেখা না হলেও, মনের খাতায় লেখা থাকে। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
মনের গহিন অন্তে জমে থাক ভালোবাসা। থাক চির অমর।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা আপু