
পিছু ফেরের টান নেই
পুরনো সেই গান নেই
ছুটে চলা অবিরাম
ক্লান্তির গোধুলীর আবেশে
বেলা হীন দিগন্তের শেষে
সময়ের নেই আর দাম ।
বুকের গহীনে ফুটে ফুল
প্রজাপতির আলপনা ডানায় দোল
সদাই স্বপ্ন জাগায় মনে
বেলা অবেলার হাজারো গল্পে
বসন্ত ফুরায় অল্পে অল্পে
কাল বৈশাখীর আহ্ববানে ।
স্মৃতি হয়ে বুকে থাকে
জীবনের এই প্রতি বাঁকে
মধুময় বেদনা যতসব
ফুল ফুটে, ফুল ঝরে
ভ্রমর যায়, প্রজাপতি উড়ে
আগামী জুড়ে নতুন উৎসব ।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
রচনা কাল ঃ ১৯/০৩/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
হালিমা আক্তার
পিছু ফেরার টান নেই, তবু পেছনে ফিরতে হয়। নতুন উৎসবে পুরোনো ফিরে আসে। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
আলমগীর সরকার লিটন
বেশ এক ছ্ন্দময় অনুভব প্রকাশ কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
সামনে কিবা পিছনে আমরা ফিরে চলি। সময়ের অবসর বা সুখে দুখে ফিরি।
কামরুল ইসলাম
ধন্যবাদ