সমুদ্রের রূপ চিন্তা করে দেখো
সে কতোই না ভালোবাসে বেলাভূমিকে
নিরন্তর ছুঁয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টায় থাকে
আমি ভাবি এতো কি ভালোবাসা যার শেষ কোথা
ভালোবাসা জানানোর নিরন্তর প্রচেষ্টা
তেমনি আমি বারেবারে ছুঁইয়ে যেতে চাই তোমায়
যেমন সাগর বেলাভূমিকে ছুঁয়ে যায়
শুনোনা ওগো, আমি ঐ ছোট ছোট লাল কাঁকড়া হতে চাই
ভয় পাওয়ার ছলনায় গুরগুড়িয়ে তোমার বুকেতে লুকাতে চাই
কি পারবেনা আমায় তোমার বেলাভূমে ধরে রাখতে??
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
লাল কাকড়া দেখে ভয়েই তো লাপাত্তা হয়ে যাবে আপনার তুমি,
এর চেয়ে ঢেউ হয়ে আসুন বার বার প্রতিমুহূর্তে 🙂
ইঞ্জা
বেলাভূমি লাল কাঁকড়াকে যদি ভয়ই পেতো, তাহলে তাকে তার বুকে লুকাতে দিতোনা ভাইজান আর ভালোবাসি বলেই তো বারবার ছুঁয়ে যায়। 🙂
মোঃ মজিবর রহমান
হৃদয় ছুয়ে মনে দাগ কেটে অন্তরে রেখে যাক ভালবাসা
হৃদয় ফুড়ে বয়ে যাক ভালবাসা
আমি থাকবনা থাক ভালবাসা।
আপনার ইচ্ছা পূরণ হোক।
ইঞ্জা
ওয়াহ, ওয়াহ (y)
ধন্যবাদ ভাই, খুব সুন্দর কাব্যিক মন্তব্য দিলেন। 🙂
ছাইরাছ হেলাল
বুকের মধ্যে পুরো সেধিয়ে গেলে আমরা খুঁজে পাব কেমনে তাই ভাবছি।
অবশ্য কাঁকড়া তার পদচিহ্ন রেখেই যাই।
চালাইয়া যান ভাই।
ইঞ্জা
লুকাবো বলেছি ভাইজান, একেবারে সেধিয়ে যাবো বলিনি! :p
শুন্য শুন্যালয়
উত্তর দিয়েছে নাকি এখনো অপেক্ষা? 🙂
ইঞ্জা
উত্তর দিয়ে ২৫ বছর ধরে সংসার করছেন আপনার ভাবী। :p