বেলাভূমি

ইঞ্জা ৫ জুলাই ২০১৭, বুধবার, ১২:০২:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৮ মন্তব্য

 

 

সমুদ্রের রূপ চিন্তা করে দেখো
সে কতোই না ভালোবাসে বেলাভূমিকে
নিরন্তর ছুঁয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টায় থাকে
আমি ভাবি এতো কি ভালোবাসা যার শেষ কোথা
ভালোবাসা জানানোর নিরন্তর প্রচেষ্টা
তেমনি আমি বারেবারে ছুঁইয়ে যেতে চাই তোমায়
যেমন সাগর বেলাভূমিকে ছুঁয়ে যায়
শুনোনা ওগো, আমি ঐ ছোট ছোট লাল কাঁকড়া হতে চাই
ভয় পাওয়ার ছলনায় গুরগুড়িয়ে তোমার বুকেতে লুকাতে চাই
কি পারবেনা আমায় তোমার বেলাভূমে ধরে রাখতে??

৫৫৮জন ৫৫৭জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ