
বিজনপথের শেষসীমানায় অপেক্ষারত
কবি হয়তো কবিতাপাঠে মগ্ন!
স্পর্শী অনুভবে টোল পরা গালে আলতো ছোঁয়ায়
ফাগুনের যে বাতাস তাঁকে ছুঁয়ে যায়,
হে কবি বুঝে নিও –
তোমার কবিতা মিশে আছে
বেদুঈনের বুকভরা ভালোবাসার অস্তিত্বে।
অন্তহীন নিস্তব্ধতায় নিঃসঙ্গ বেদনার হাওয়ার পালে
বয়ে যাওয়া বাতাসের শোঁশোঁ মৃদুমন্দ শব্দে
কেঁপে ওঠে বুক!
অমানিশার ঘোর অন্ধকার ভেদ করে
একদিন আলো আসবেই।
মহাকালকে সাক্ষী রেখে বন্ধকী মনে
বাতায়নবর্তিনী অনুরাগের এপাশওপাশে,
আজ ও আগামীর শত বছরের পূর্ণতা
মিশে থাকুক ললাটে স্মৃতিচিহ্ন হয়ে।
বেদুঈনরা চলে যায়না, তাদের চলে যেতে নেই।
বেদুঈন বাঁচে কবিতার প্রতিটি শব্দে
বেদুঈন বাঁচে পরিশুদ্ধ বিশ্বাসে
বেদুঈন দাগ কেটে যায় কবির মানসপটে –
অন্তরাত্মার বুক চিড়ে।
[ছবি- নেট থেকে]
১৪টি মন্তব্য
পপি তালুকদার
“বেদুঈনরা চলে যায় না,তাদের চলে যেতে নেই”
স্মৃতিপটে তারা আছে তারা থাকবে শত সহস্র বছর ধরে….
অসাধারণ হলো কবিতা খানি।
তৌহিদ
ধন্যবাদ অশেষ। এতো কবিতা নয় ঠিক, বিক্ষোভ প্রতিবাদের অনুভূতিমাত্র। কবিতা সে বড্ড কঠিন, আমাকে দিয়ে হবেনা।
ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
“বেদুঈন বাঁচে কবিতার প্রতিটি শব্দে
বেদুঈন বাঁচে পরিশুদ্ধ বিশ্বাসে
বেদুঈন দাগ কেটে যায় কবির মানসপটে –
অন্তরাত্মার বুক চিড়ে।” কথাগুলো হৃদয়ে গেঁথে গেল ভাইয়া। এটাই সত্যি বলে মনে হয়। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
ধন্যবাদ দি ভাই, ভালো থাকুন আপনিও।
সাবিনা ইয়াসমিন
বেদুইন বেঁচে থাকুক কবিতার অদম্য স্রোতে,
বিশ্বাসের নিঃশ্বাসে, প্রতিটি প্রশ্বাসে।
❝স্পর্শী অনুভবে টোল পরা গালে আলতো ছোঁয়ায়
ফাগুনের যে বাতাস তাঁকে ছুঁয়ে যায়,
হে কবি বুঝে নিও –
তোমার কবিতা মিশে আছে
বেদুঈনের বুকভরা ভালোবাসার অস্তিত্বে❞
জানি কমেন্টে কপি দেয়া ঠিক নয়, তবুও এই কয়টি লাইন কবিতাকে অনবদ্য করেছে।
একরাশ ভালোলাগা রইলো।
ভালো থাকুন তৌহিদ ভাই, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
আমার যে লাইন ভালো লাগবে আমি উদ্বৃত্ত করতেই পারি, এতে ক্ষতি কি! ব্লগে আবার আপনাকে নিয়মিত দেখে ভালো লাগছে আপু।
শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় হৃদয়ষ্পর্শী।
অনিন্দ্য কথামালা ও সুন্দর সুধার ধারা।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন সবসময়।
মোঃ মজিবর রহমান
অপুর্ব কবিতা তৌহিদ ভাই। শুধু এইটুকুই দারুন।
তৌহিদ
ভাই ধন্যবাদ অশেষ। দোয়া রাখবেন।
প্রদীপ চক্রবর্তী
অসম্ভব ভালো লাগার মতো একটা কবিতা।
বেদুঈনরা কবিতায় বাঁচে। বাঁচে পঠনপাঠনে।
.
সত্যিই খুবি ভালো লাগলো,দাদা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, শুভকামনা জানবেন।
আরজু মুক্তা
বেদুঈনরা চলে গেলেও ছাপ রেখে যায় কথায় ও কাজে। অমানিশা দূর করে নিশ্চয় আলো আসবে।
তৌহিদ
ধন্যবাদ আপু। মন্তব্যে প্রীত হলাম।