বৃষ্টির দিন

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৬ জুন ২০২১, শনিবার, ১০:০০:৫৬পূর্বাহ্ন ছড়া ৬ মন্তব্য
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+২
  1. বৃষ্টির দিনে মনে পড়ে
  2. বাল্যকালের কথা,
  3. আজও তা যে মনের কোণে
  4. স্মৃতির পাতায় গাঁথা।
  5. বৃষ্টির শব্দ বড়ই মধুর
  6. শুনতে লাগে ভালো,
  7. গগন জুড়ে ভেসে বেড়ায়
  8. মেঘ যে ভীষণ কালো।
  9. ইচ্ছে মতো যখন তখন
  10. নামে একটু বৃষ্টি,
  11. বৃষ্টি যদি না হয় তবে
  12. হবে অনাসৃষ্টি।
রচনাকালঃ
০৩/০৬/২০২১

 

৪৮৫জন ৪৬১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ