বুলেট নয় বীজ

আতা স্বপন ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪১:২৩পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য

ছুরছে গোলা ছুরছে বুলেট
বুলেট নয় এযে আন্দোলনের নিরানো ক্ষেতেে
পরিবর্তনের বীজ।

আন্দোলনটা ছিল কেমন নিরামিষ
সরকার চাঙ্গা করল
ছিলনা কোন মডেল
তাও দিল।

জাগ্রত অকুতোভয় যোদ্ধা
সে কি রাজাকার ?
শহীদ মুক্তিযুদ্ধা সে, এ কালের গর্ব।

তোমার বুকে বুলেট নয়
বৈষম্যহীন সামজিক আন্দোলনের
বীজ বপন হল।
এত কিছু দিল রাষ্ট্রীয় মর্যাদায়
দিলনা শুধু কোটামুক্ত বাংলাদেশ।

লাল লাল, ক্ষতবিক্ষত শরীর
লালের কাফনে মোড়ানো দেশ
নিজ সন্তান খুনের লাল হলি খেলা
এক পৈশাচিক আনন্দ।

আহা কত কিছু দিল
দিতে দিতে এমন শূন্য হল
এতটুকু মানবিকতা অবশিষ্ট নেই।
কি উদার! কি উদার
রোবোটিক স্মার্ট কর্ণধার।

৬৭৩জন ৬৭৩জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ