বীজের খোঁজে @ এজহারুল এইচ শেখ

এজহারুল এইচ শেখ ১ জানুয়ারি ২০১৩, মঙ্গলবার, ১০:৪৯:২১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫ মন্তব্য

ছেড়াঁ ছেড়াঁ মেঘের সুখ,
ভাঙা কলসি রেখে এসেছি,
ফেলে আসা ভাঙাচোরা রাস্তায়!
হাড়গিলে জীর্ন সন্ধ্যায়,
জ্বালাবে কে ?নতুন প্রদীপ আলো!
চলো সবাই, খুজে চলি অনন্ত কালের যাত্রায়!

যদি খুঁজে পাই,
ভালোবাসায় ভেজা কোনো ভোরে ,
নতুন কোনো বীজ !মায়ের গর্ভে,
শিশু তারই অপেক্ষায়!চলো যায় ,
দিগন্তের পথে,আগামীর সূর্য তারই প্রতীক্ষায়!

(নতুন ২০১৩ ইংরেজী বর্ষের আমার হার্দিক শুভেচ্ছা সবাই কে জানাই।)

@ বাড়ি,
তারিখ-৩১/১২/১২
সময়- ১০ঃ৩০ রাত

৫৬৭জন ৫৬৭জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ