ছেড়াঁ ছেড়াঁ মেঘের সুখ,
ভাঙা কলসি রেখে এসেছি,
ফেলে আসা ভাঙাচোরা রাস্তায়!
হাড়গিলে জীর্ন সন্ধ্যায়,
জ্বালাবে কে ?নতুন প্রদীপ আলো!
চলো সবাই, খুজে চলি অনন্ত কালের যাত্রায়!
যদি খুঁজে পাই,
ভালোবাসায় ভেজা কোনো ভোরে ,
নতুন কোনো বীজ !মায়ের গর্ভে,
শিশু তারই অপেক্ষায়!চলো যায় ,
দিগন্তের পথে,আগামীর সূর্য তারই প্রতীক্ষায়!
(নতুন ২০১৩ ইংরেজী বর্ষের আমার হার্দিক শুভেচ্ছা সবাই কে জানাই।)
@ বাড়ি,
তারিখ-৩১/১২/১২
সময়- ১০ঃ৩০ রাত
৫টি মন্তব্য
শিশির কনা
ভালো লেগছে খুব , শুভ নববর্ষ 🙂
জিসান শা ইকরাম
শুভ নববর্ষ কবি ।
বছর জুড়ে কবি ভালো থাকুক ।
অচেনা
হ্যাপী নিউ ইয়ার ।
লীলাবতী
হ্যাপি নিউ ইয়ার ২০১৩ ।
নীহারিকা
অপেক্ষার গান…ভালো লাগলো