বসন্ত নয়
আমার উঠানে প্রথম কড়া নেড়েছিল বৃষ্টি!
হলুদ শাড়ি পায়ে আলতা
আর লাজুক ইন্দ্রিয়বিলাসী ঘন্টা।
বারান্দার ছাউনিতে তখন টিয়াপাখির বিয়ে ;
প্রেম নয়
আমার যৌবনে প্রথম অনুভুতি এসেছিল!
বাসরঘর অজানা দেহের গন্ধ
আর ধুকপুক ধুকপুক শরীরের কাঁপুনি।
দরজার খিলের শব্দটি লজ্জাজনক পরিসমাপ্তি ;
রাত নয়
আমার শোয়ারঘরে প্রথম জোনাকিপোকা জ্বলছিল!
কানে দুল নাকফুল চুড়ি
আর অচেনা অতিথির ঘোমটাপরা।
ছুঁইছুঁই শিহরণ অনুভূতির বিরাট কাহিনী ;
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক এক শিহরণ
অনেক শুভেচ্ছা রইল কবি দা
মুহম্মদ মাসুদ
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার লিখেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
মুহম্মদ মাসুদ
ভালোবাসা রইলো
ফয়জুল মহী
শ্বেত নির্মল ও স্বচ্ছ কলমের ছোঁয়া
মুহম্মদ মাসুদ
খুশি হলাম খুব
নিতাই বাবু
“ছুঁইছুঁই শিহরণ অনুভূতির বিরাট কাহিনী” টা লিখে ফেলুন সোনেলার পাতায় পাতায়। কথা দিলা, আমরা সাথে আছি।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
মুহম্মদ মাসুদ
ইনশাআল্লাহ!