বিয়ে পালকির দিনরাত

মুহম্মদ মাসুদ ২২ জুলাই ২০২০, বুধবার, ০৩:৫১:৪৪অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

বসন্ত নয়

আমার উঠানে প্রথম কড়া নেড়েছিল বৃষ্টি!

হলুদ শাড়ি পায়ে আলতা

আর লাজুক ইন্দ্রিয়বিলাসী ঘন্টা।

বারান্দার ছাউনিতে তখন টিয়াপাখির বিয়ে ;

প্রেম নয়

আমার যৌবনে প্রথম অনুভুতি এসেছিল!

বাসরঘর অজানা দেহের গন্ধ

আর ধুকপুক ধুকপুক শরীরের কাঁপুনি।

দরজার খিলের শব্দটি লজ্জাজনক পরিসমাপ্তি ;

রাত নয়

আমার শোয়ারঘরে প্রথম জোনাকিপোকা জ্বলছিল!

কানে দুল নাকফুল চুড়ি

আর অচেনা অতিথির ঘোমটাপরা।

ছুঁইছুঁই শিহরণ অনুভূতির বিরাট কাহিনী ;

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ