বিয়ে অনেক কাল আগের কথা এখনো কাউকে করা হয়নি তা,
তবে পূর্ণ যৌবনা এক নারীকে আার ধূতির সুতোয় হয়েছে সাত পাঁকে বাঁধা।
সে দিন আমার ঘরটা ফুলে ফুলে সাঁজিয়ে ছিল, জানি না কেবা কারা?
আমায় নিয়ে সে ক্ষণটিতে গেয়ে ছিল গান, উল্লাস আর আনন্দে সবাই ছিল আতœহারা,
ফুলে দিয়ে সাঁজানো ঘরে দেখি সে নারী বয়ে আছে সেঁজে গুঁজে কারো অপেক্ষাতে,
আমি আমার টেবিলে কলম হাতে লিখ ছিলাম কবিতা, হঠাৎ তাকিয়ে দেখি যে নারী কাঁদছে চোখ ভুজে
বুঝতে পারলাম না কি তার দুঃক, কি তার বেদনা?
কে করছে তাকে অবহেলা, কেই বা দিচ্ছে বঞ্চনা?
শুনেছি এমন-ই ফুল সাঁজানো ঘরে নারী হয় ধর্ষিত?
হৃদয়ের ভাবহীন আমেজ নিয়ে দু’দেহে হয় মিলিত।
আমার ঘৃনা হয় পারিনি করতে এমন নিলর্জ্জ কাজ,
আমি বুঝে নিয়েছি সেই নারীই আমার প্রিয়তমা, যাকে বাহ ডোরে বেঁধেছি আজ।
অগ্নি স্বাক্ষী আর সাত পাঁকে বাঁধা এতে সৃষ্টি হয় না কোনো বন্ধন।
যখন-ই জাগবে হৃদয়, কাঁগজে স্পন্দন, তখন-ই হবে বিয়ের শুভ লগন।
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
আপনি এই লিংকে [ https://sonelablog.com/archives/14398 ] গিয়ে ব্লগ সঞ্চালকের পোষ্টটি পড়ুন একবার । এরপর নতুন পোষ্ট দিন ।
খসড়া
🙁
লীলাবতী
বেশ কিছু বানান ভুল আছে। খুব দৃস্টি কটু।
মশাই
:Happy:
ছাইরাছ হেলাল
আপনার সমস্যাটি আমাদের বলুন ।
শুন্য শুন্যালয়
কবিতাটি অনেক সুন্দর ..বানান ভুল হলে লেখার সৌন্দর্য অনেকটা কমে যায় বলে মনেহয় আমার.
যখন-ই জাগবে হৃদয়, কাঁগজে স্পন্দন, তখন-ই হবে বিয়ের শুভ লগন। (y)