
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল।
পাখির স্বপ্ন যতো হয়েছে অরাতি।
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
তবুও ঝিঁঝিঁর ডাক উঠেছে কি মাতি,
ভুলেছে মশক বলে নালার দু’কূল?
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আসলে আজ যথাস্থানে কিছুই নাই বোরহান ভাই। সব এলোমেলো শুভেচ্ছা সতত ।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম মজিবর ভাই।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি দা
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
কোথায় কিছু নাই। সব যেন এলোমেলো। খুব সুন্দর লিখেছেন।
বোরহানুল ইসলাম লিটন
অনেক সুন্দর বলেছেন!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।