বিপদের গায়ে ঠাণ্ডা বাতাসে
জল গড়ে না। মেঘলা মন
মাটির দোসর ঘাসফড়িঙে!
মনের দ্বারে দক্ষিণা আকাশ
পূর্ণিমা ফুরায়- বিপদ ফুরায় না
ঘার ঘাপটি মেরে থাকে রাস্তার
মোড়ে! অথচ মেঠোপথ ধু -ধু
শ্মশান, রাত গড়িয়ে দুপুর সন্ধ্যা;
অতঃপর বিপদ ছাড়ে না নদীর
চারিধার বালুচর কিংবা কাজল।
১৩ ভাদ্র ১৪২৯, ২৮ আগস্ট ’২২
৪০৯জন
৩২২জন
১১টি মন্তব্য
জাকির হোসেন
আপনার কবিতার সাথে দয়া করে “বাংলা অনুবাদ” যুক্ত করে দিবেন। তাহলে সবার বুঝতে সুবিধা হবে।
আলমগীর সরকার লিটন
কবিতা না বুঝার জন্য দুঃখিত
অনেক শুভেচ্ছা রইল তবে
কবি জাকির দা
ভাল ও সুস্থ থাকবেন——
বোরহানুল ইসলাম লিটন
জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয় কবি দা!
শুভ কামনা জানবেন সতত!
আলমগীর সরকার লিটন
অনেক শুভেচ্ছা রইল
কবি লিটন দা
ভাল ও সুস্থ থাকবেন——
মোঃ মজিবর রহমান
ঘার ঘাপটি মেরে থাকে রাস্তার
মোড়ে! কষ্ট নেবেন না প্রিয় বাউল। প্রথমে ঘার মনে হই ঘাড় হবে।
জীবন ও নদী সমান আঁকাবাঁকা। এই প্রকৃতির চিরায়ত রুপ বর্ননা করে গেলেন। বেশ।
আলমগীর সরকার লিটন
অনেক শুভেচ্ছা রইল
কবি মজিবর দা
ভাল ও সুস্থ থাকবেন——
হালিমা আক্তার
নদীর চারধারে বালুচর থাকলে সেটি আর নদী থাকে। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
অনেক শুভেচ্ছা রইল
কবি হালিমা আপু
ভাল ও সুস্থ থাকবেন——
সঞ্জয় মালাকার
নদীর চারধারে বালুচর থাকলে সেটি আর নদী থাকে।
চমৎকার লিখেছেন, ভালো থাকবেন শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
অনেক শুভেচ্ছা রইল
কবি সঞ্জয় দা
ভাল ও সুস্থ থাকবেন——
হালিম নজরুল
দুর্বোধ্য কবিতা।