বিদ্রোহ উচ্চারণ

মোঃ মজিবর রহমান ২ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৯:৫৩:৩৭পূর্বাহ্ন বিবিধ ১০ মন্তব্য

 

হে তারুণ্য,
হা-ভাতা, হত ভাগা, অভাগা
কত হবি কুফা খারাপের ডাকে।
হ’ দেখি খাড়া, কোমর শক্ত,
দাড়া দেখি মাথা উচু,
কর দূর্বার প্রতিরোধ হ বুদ্ধিজীবী, কুশিক্ষিত,
কুসাংবাদিক,ধংসাত্বক অপরাজনীতির বিরুদ্ধে।
রাজনীতির নীতি না জানে,
সংসদীয় ভাষা না জানে,
তারা আজ কু প্রতিনিধি
নিতিহীন কথার উস্তাদ। রাজনিতির রাজা নহে
কু কথার রাজা।
ছি! এত জঘন্য, কুরুচি ভরা
রাজনীতিবিদরা।
করতে না পারে ভালকে পুরস্কার,
না জানে মন্দকে তিরস্কার।

হে তারুণ্য আবার বল

ভাঙ্গব অন্যায়ের শৃঙ্খল

গড়ব সততার বন্ধন।

 

৫২৮জন ৫২৭জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ