হে তারুণ্য,
হা-ভাতা, হত ভাগা, অভাগা
কত হবি কুফা খারাপের ডাকে।
হ’ দেখি খাড়া, কোমর শক্ত,
দাড়া দেখি মাথা উচু,
কর দূর্বার প্রতিরোধ হ বুদ্ধিজীবী, কুশিক্ষিত,
কুসাংবাদিক,ধংসাত্বক অপরাজনীতির বিরুদ্ধে।
রাজনীতির নীতি না জানে,
সংসদীয় ভাষা না জানে,
তারা আজ কু প্রতিনিধি
নিতিহীন কথার উস্তাদ। রাজনিতির রাজা নহে
কু কথার রাজা।
ছি! এত জঘন্য, কুরুচি ভরা
রাজনীতিবিদরা।
করতে না পারে ভালকে পুরস্কার,
না জানে মন্দকে তিরস্কার।
হে তারুণ্য আবার বল
ভাঙ্গব অন্যায়ের শৃঙ্খল
গড়ব সততার বন্ধন।
১০টি মন্তব্য
বন্দনা কবীর
তারুন্যকে নিয়ে লেখা ভালো হয়েছে।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপু।
শুন্য শুন্যালয়
মজিবর ভাইয়ের এতো সুন্দর লেখা আজ প্রথম পড়লাম। বিদ্রোহ উচ্চারণ বিদ্রোহের মতোই হয়েছে। সুন্দর।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ডাক্তার দিদি।
শুভেচ্ছা রইলো।
স্বপ্ন নীলা
ভাল লেগেছে প্রচন্ডভাবে !! তরুনরা জেগে উঠুক — তরুনরা জেগে উঠলেই অনেক সমস্যার সমাধারন হয়ে যাবে —
শুভকামনা রইল
মোঃ মজিবর রহমান
সেই আশায় করি
সেই আশায় বুক বেধেছি।
ধন্যবাদ।
পুষ্পবতী
তারুণ্যকে নিয়ে চমত্কার লিখা। ভালো লেগেছে। -{@
মোঃ মজিবর রহমান
শুএচ্ছা রইলো।
শিশির কনা
ভালো লেগেছে ভাইয়া।
প্রিন্স মাহমুদ
মধু হইসে । -{@ (y)