
ম্যারাডোনাকে অপছন্দ করা যায়, হয়তো ঘৃণাও করা যায়, তবে মুকুটহীন করা যায় না…
কিংবদন্তির বিদায়ে ফুটবল বিশ্ব নিরব।অদৃশ্য বিষের যন্ত্রণায় ধুকছে ফুটবল ভক্তরা…!
কিংবদন্তির মৃত্যু নেই…!😭
“ফুটবল খেলা” এই শব্দটা যারা বলতে পারে, তারা ম্যারাডোনার নাম জানতেন। ফুটবল আর ম্যারাডোনা নাম দুটি ভুলার নয়।
ফুটবল যতদিন থাকবে ম্যারাডোনার নামটিও ততদিন থাকবে!
আফসোস সে মুসলমান ছিলো নাহ…. মুসলমান হলে আল্লাহর কাছে তার জন্য দোয়া চাইতাম,,,আত্মার মাগফেরাত কামনা করতাম। তবে তিনি ফুটবল বিশ্বের লিজেন্ড ছিলেন।
পুরো পৃথিবীতে কোটি কোটি আর্জেন্টাইন সমর্থক সৃষ্টির কারিগর।বেঁচে থাকবেন হাজার হাজার আলবিস্তাদের হৃদয়ে।
বিদায় হে লিজেন্ড, ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবে তুমি চিরকাল..😥
১০টি মন্তব্য
মনির হোসেন মমি
আফসোস সে মুসলমান ছিলো নাহ…. মুসলমান হলে আল্লাহর কাছে তার জন্য দোয়া চাইতাম,,,আত্মার মাগফেরাত কামনা করতাম। তবে তিনি ফুটবল বিশ্বের লিজেন্ড ছিলেন।
সবিইতো ঠিক ছিলো এইডা আবার কী কইলেন।একটা কথাতো আপনি জানেন-লোকে যারে ভাল কয় আল্লাহ তারে ভাল কয়।
তার আত্মার মাগফিরাত সহ স্বর্গবাসী কামনা করছি।
রেজওয়ানা কবির
আমিন।আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।
রোকসানা খন্দকার রুকু
তিনি অমর হয়ে থাকবেন সবার অন্তরে।
অনেক অনেক শুভকামনা।
ফয়জুল মহী
ছোটকালে রাত জেগে বিশ্বকাপ খেলা দেখার মজাই ছিল জাদুকর ম্যারাডোনার খেলা
আরজু মুক্তা
ভালো থাকুন ওপারে।
তৌহিদ
ওই মহান ফুটবলার বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদয়ে। আপনিও ভালো থাকুন ভাই।
সুপর্ণা ফাল্গুনী
মৃত মানুষের জন্য দোয়া কামনা করতেও ধর্মের দেয়াল তুলে দিলেন? ধর্ম কি এই শিক্ষা দিয়েছে আপনাকে? বিধর্মীদের প্রতি কেন এত হেয়, অপমান? ভালো থাকুন সবসময়। ফুটবলের রাজার জন্য রইলো অফুরন্ত ভালোবাসা। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি
জিসান শা ইকরাম
তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।
তার আত্মার শান্তি কামনা করি।
রুমন আশরাফ
কোটি কোটি ভক্তের হৃদয়ে ম্যারাডোনা বেঁচে থাকবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার লিখেছেন