বাড়ীর ধারে আড়শী নগর।

সঞ্জয় মালাকার ৮ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ০৩:৫৬:০৬পূর্বাহ্ন গল্প ১৩ মন্তব্য

ও গো মালতী…….
তোমার মধুর হাঁসিতে স্বপ্ন গুলো হাসে.
শরৎ আজ নীলচে রংয়ে…তোমার কাজল রঙা চোখে!

আড়শী নগর,
বাড়ির ধারে আড়শী নগর পড়শী বসত করে..
আমি একদিন ও তারে দেখলাম না-রে,দেখলাম না-রে দুই নয়নও ভরে!
________________________________________________

তুমি স্বপ্ন দেখো….মিথ্যে মরিচিকায়,
মালতী আজ সংসার নিয়ে ব্যাস্ত…
সে নেই তো আজ তোমার পাড়ায়!
তুমি এখনো পরে আছ মিথ্যে মোহ মায়া,
বাবু বলি কী,তুমি বেরিয়ে এসো
নতুনের কোনও সূচনায়,!
তুমি জীবন কে নিয়ে দাঁড়াতে শিখো
সামনে যাবার পথ খুঁজো
স্বপ্ন সত্য হবে নতুন কোন ঠিকানায়?
বাবু বাস্তব টা বড় কঠিন…
তুমি যার অপেক্ষা নিজেকে করেছ বিলিন
সে আজ অন্য স্বাদে,সংসার বাঁধে চির স্বাধীন!

তুমি কী বলতে চাচ্ছ জয়ন্তী…সাদা সিদা ভাবে বলো
আমি কিন্তু অতশত বুঝিনা?
তুমি বুঝবেই বা কী করে সন্দীপ বাবু…ওখানে তো চলছে সত্য মিথ্যের খেলা,
যে খেলায় হেরে যাচ্ছ তুমি!
তুমি কী করে বুঝলে জয়ন্তী…আমি হেরে যাচ্ছি?
সে তোমার মুখ দেখেই বুঝা যায়,
তাই বুঝি,হে সন্দীপ বাবু…
তবে সত্য বলতে কী-জানো সন্দীপ বাবু..তুমি যার জন্য দুঃখো কর..সে আজ নতুন রংয়ে অন্য কারো হাত ধরে হাঁটে!
তুমি চেয়ে দেখো- তোমার দীকে একবার ফিরেও তাকালো না…আর তুমি তার জন্য রোজ চোখের জলে ভাসো!
কী করবো জয়ন্তী – আমি তো তার মতো এত পাষান না,
আমি তো সত্য ভালোবেসে ছিলাম তাকে -কোন মিথ্যে আশ্বাস দেইনি, কিন্তু সে বুঝলো না!
হয় তো একদি বুঝবে,সেদিন হয় তো আমি থাকবো!
কিন্তু জয়ন্তী – আমি অসব নিয়ে আর ভাবি না…যদি ভাবতাম তা হলে তোমাদের সাতে হাঁসি উল্লাসে মেতে উঠতাম না!
তাই তোমাদের বলি,তোমরা আমাকে নিয়ে কোন চিন্তা কর না. আমি তোমাদের মতো স্বভাবিক আছি ভালোই আছি!
যাই হোক, ভালো আছ ভালো থাকবে সব সময় এই কামনা রইলো।
তবে এসব কথা ছাড় তো জয়ন্তী …চলও যাওয়া যাক…তাঁদের কাছে?

কি-রে তোরা এতক্ষণ কি করলি…আমাদের ওখানে রেখে…
না মৃত্র বাবু তেমন কিছু না..!
কিছু না হলে ভালো রে.?
এখন চল সবাই.. দেখছিস না সন্ধ্যে হয়ে আসছে,
হে – হে চলো,
কী গো ফাতেমা..শেষ হলো কী…?হে শেষ হয়েছে,
একটু দাঁড়াও – আসছি? ,হে তাড়াতাড়ি কর ফিড়তে হবে যে বাড়ি,
মাকে বলেছি,বাবাকে বলিনি কিন্তু দেরি হলে শুনতে হবে যে গালাগালি।

আগামীর অপেক্ষা।

ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ \\

৫৯৫জন ৫০৯জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ