ফেসবুক শেয়ার বাটন
থার্ড পার্টি সাইটের বিভিন্ন কন্টেম্লট যেমন পোস্ট, ছবি, ভিডিও ইত্যাদি ফেসবুকে শেয়ার করার জন্য শেয়ার বাটন যুক্ত করা থাকে। মূলত ব্যবহারকারীর সুবিধার্থেই এই ফেসবুক শেয়ার বাটনগুলো যুক্ত করা হয়। কিন্তু এই শেয়ার বাটনও কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড চুরির কারণ হতে পারে।
অনেক হ্যাকার তাদের সাইটে শেয়ার বাটন নিজেরা যোগ করে এবং সেখানে ক্লিক করলে যে সাইট ওপেন হয়, সেটা ফেসবুকের মতো দেখতে হলেও তা আসলে ফিশিং সাইট। আপনি ফেসবুক মনে করে লগইন করার চেষ্টা করতে গেলেই আপনার পাসওয়ার্ড চলে যাবে তাদের হাতে। এক্ষেত্রেও আপনি যদি সতর্ক থাকেন তাহলে ফিশিং সাইট এড়াতে পারবেন। কেবল খেয়াল রাখবেন, যে লিঙ্কে ক্লিক করছেন তা ভধপবনড়ড়শ.পড়স কি না।
পাবলিক কম্পিউটারে লগইন
সাইবার ক্যাফে বা এজাতীয় পাবলিক কম্পিউটারে লগইন করার সময়ও সতর্ক থাকতে হবে। সাইবার ক্যাফে থেকে লগইন করার সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে কি-লগার। অনেক সফটওয়্যার আছে যেগুলো কম্পিউটারে থাকলে আপনি ব্রাউজিং করার সময় ব্যবহৃত সব পাসওয়ার্ড সেভ করে ফেলে।
তবে ফায়ারফক্স বা ক্রোম ব্যবহার করলে এই ঝুঁকি থাকে না বলেই জানা গেছে। তবে আরেকটি সাধারণ ভুল অনেকেই করেন, তা হলো remember me/keep me logged in বক্সে টিক দিয়ে লগইন করেন। অথবা পাসওয়ার্ড সংরক্ষণ করার অনুমতি চাইলে অনেকে না বুঝেই বা তাড়াহুড়োয় সেভ করে ফেলেন। এতে করে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি না হলেও আপনার অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, যা সমানভাবেই ক্ষতিকর।
ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়
আপনার শখের ফেসবুক আইডিটি যদি হ্যাক হয়ে যায় তাহলে কী করবেন? যে হ্যাক করেছে তাকে গালাগাল করবেন নাকি বন্ধুুদের অনুরোধ করবেন আপনার আইডিটি রিপোর্ট করে ব্লক করে দিতে? আগে হয়তো এই কাজই করতেন, কিন্তু এখন আর না।
এখন হ্যাক হওয়া ফেসবুক আইডিও উদ্ধার করা যায়।
তার আগে জেনে নিই কী কী উপায়ে আইডি হ্যাক হতে পারে—
১. পাসওয়ার্ড পরিবর্তন করে ও
২. ই-মেইল অ্যাড্রেস পরিবর্তন করে।
পাসওয়ার্ড পরিবর্তন করা হলে যা করবেন
ধরুন কেউ একজন অগোচরে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড জেনে গেছে এবং অ্যাকাউন্টে লগইন করে আপনার পুরনো পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড সেট করে দিয়েছে। এখন আপনি আর পুরনো পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করতে পারবেন না। যদি এ ধরনের সমস্যায় পড়েন তবে রয়েছে সমাধান।
এ সমস্যা সমাধানের জন্য এই লিঙ্কে যান— এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
ই-মেইল অ্যাড্রেস পরিবর্তন করা হলে যা করবেন
এবার মনে করুন আপনি আগের চেয়েও উন্নম্নত মানের একজন হ্যাকারের হাতে পড়েছেন যে শুধু আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেই ক্ষান্ত হয়নি, পরিবর্তন করে ফেলেছে আপনার ই-মেইল অ্যাড্রেসও।
এক্ষেত্রেও আছে সমাধান। আর এজন্য যেতে হবে এই লিঙ্কে
১২টি মন্তব্য
শিশির কনা
জানলাম অনেক কিছু । ধন্যবাদ আপনাকে ।
অচেনা
আপনাকেও ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন।
যাযাবর
দরকারি পোস্ট । ধন্যবাদ 🙂
অচেনা
আপনাকেও ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন। 🙂
জিসান শা ইকরাম
জানলাম , কাজে দিবে ।
অচেনা
ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
বেশ জটিল মনে হলেও অনেক প্রয়োজনীয় ।
অচেনা
জটিল কিছুটা হলেও নিরাপত্তার খাতিরে একটু তো খাটতেই হবে কি বলেন? 🙂
প্রজন্ম ৭১
++++++
অনেক দিন পরে পোস্ট দিলেন। কেমন আছেন ?
অচেনা
প্লাসের জন্য ধইন্না। 🙂
হ্যাঁ, কিছুদিন ব্লগ এবং ফেবু থেকে নিজেকে নির্বাসনে নিয়ে গেছিলাম। আপনাদের উৎসাহ পেলে ইনশাললাহ্ রীতিমত থাকবো।
ভালো আছি। আপনি কেমন?
বনলতা সেন
জানলাম সিকিউরিটি সম্পর্কে। ধন্যবাদ আপনাকে।
অচেনা
আপনাদের কাজে লাগলে আমার পোস্ট দেয়া সার্থক হবে।
আপনাকেও ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন। 🙂