বাহুল্য বচন

মোঃ মজিবর রহমান ১৩ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ১০:২৪:৪৫পূর্বাহ্ন বিবিধ ২৭ মন্তব্য


এই আমাদের দেশের প্রধানমন্ত্রীর বচন।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সন্তান শিক্ষাশেষে চাকরী না খুজে উদ্যোক্তা হওয়ার পরামর্শ। সবাই উদ্যোক্তা হ!

আবার তাঁর সুনামধন্য উপদেষ্টার মাধ্যমে ছাত্রলীগকে প্রতিষ্ঠিত বা চাকরী দেওয়ার সুপারিশ । এরা কি সাধারণ মানুষকে এতই বোকা ভাবে। এইরাজনিতির শেষ কোথায়?

এই নস্টালজিয়া দেশকে কুরেকুরে খাচ্ছে।

আমরা তাঁদের কাছ থেকে আদর্শ নেব না বিকিয়ে দেব?

আবার অরথমন্ত্রী মাল কি কইলেন ঘুষ নেয়া বৈধ কারণ কাজে গতি আনে। এদের লজ্জা দেশ কোথায় রাখবে?

আজকের বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট।

আমলনামা প্রধানমন্ত্রীর টেবিলে
* মন্ত্রী ও নেতাদের এক বছরের কাজের মূল্যায়ন * সন্ত্রাসী গডফাদারদের তালিকা
নিজস্ব প্রতিবেদক
আজকের খবরে আবারো প্রকাশ সাবেক মন্ত্রী ও নেতাদের আমলনামা তাঁর হাতে। কি হবে এই আমল নামা সংগ্রহ করে ৫ বছর পর। এদের অর্থ কামিয়ে বিদায় দেওয়ার পর।
দুর্নীতি দমন কমিশনে জাওয়া আর হাজিরা দেয়া। আর দায়মুক্তি দেয়া।
কি অসাধারন নিয়ম! আর মন্ত্রী হয়ার প্রয়োজন থাকবে কি তাঁদের। নির্দোষ সার্টিফিকেট দেওয়া ছাড়া আরকি?
বর্তমানে দেশের অবস্থা কি তা না ভেবে বিগত সময় নিয়ে ভাবার কতটুকু যুক্তিযুক্ত।
১জন ১জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ