লিখে ফেলা যাক অতীত ইতিহাস
না পাবার বেদনা
কিংবা খাতায় বন্দী হোক
কোনো নারীকে কাছে পেতে চেয়ে
না পাওয়ার বঞ্চনা।
লিখে ফেলা যাক নারী রহস্য
কিংবা পুরুষ নারীকে কেনো বুঝেনা তার উপাখ্যান ,
রবীন্দ্রনাথ কে ডেকে এনে জিজ্ঞাসা করা যায়
কোন নারীর প্রেমে ছ্যাকা খেয়ে সে গুরু সেজেছে?
কিংবা মোনালিসার হাসির যে কোনো রহস্য নাই
কেবল যে অর্থ কামানোর ফন্দি,
সেটাও লিখে ফেলা যায় কাগজ কলমে
১১টি মন্তব্য
খসড়া
হিজি বিজি ভাল হয়েছে।
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ আপনাকে
জিসান শা ইকরাম
লিখে ফেলা যায় অনেক কিছু
লিখে ফেলুন সব—
শুভ কামনা।
হৃদয়ের স্পন্দন
জিসান ভাইয়া বলেছে না লিখে কি পারা যায়?
মারজানা ফেরদৌস রুবা
খুব ভালো না হলেও নেহায়েত মন্দ নয়।
সত্যিই ভালো লেগেছে।
হৃদয়ের স্পন্দন
জেনে ভালো লাগলো আপু \|/
লীলাবতী
বাসে বসেই তাহলে লিখুন সব।ভালোই তো লাগছে।বাস থেকে কি নামতে পেরেছেন?
হৃদয়ের স্পন্দন
হ্যা নেমেছিলাম। ভাবলাম বই মেলায় যেহেতু যাচ্ছি সেহেতু কিছু একটা লেখায় যাক। নেমেছি কিন্তু
স্বপ্ন নীলা
হাবিজাবিই খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে লেখায়
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ আপুমনি
প্রহেলিকা
ভালোই লিখেছেন আপনি। শুভকামনা।