আজ আমার চোখের জল গুলো
রক্তের ফোঁটা হয়ে চোখ থেকে গড়িয়ে পড়ছে !
বাবার কাঁধে চড়ে এঘর থেকে সে ঘর
দৌড়ানোর গল্প মনে হাহাকারের ঢেউ তুলছে !
দিনের শেষে বাবার বুকে মুখ রেখে
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে।
মাথার উপর ছায়া গাছ হয়ে থাকো তুমি ,
জোছনা হয়ে আমার কপাল ছুঁয়ে দিও !
হারিয়ে যেওনা বাবা ! তোমাকে হারাতে চাইনা ।
মমতার ক্যাকটাস গুলো শুধুই কি কান্না দেয় চোখের পাতায় ?
কষ্টের নীল লতায় পা জড়িয়ে যায় ,
বুকের ভীতর এক তীব্র যন্ত্রণা অনুভব,
ছায়া হারাবার ভয় এর যন্ত্রণা ।
একদিন সে ছিলো আমার বটবৃক্ষ…
আজ আমি তার !
এই বুঝি নিয়ম বিধাতার !
ছোটবেলায় বাবা যখন কোলের ভীতর নিয়ে
আমায় ঘুম পারাত,
তখন আদরে আমার ঘুম এসে যেতো ।
এই কোল যে আমাদের চির আশ্রয় ।
এমন আশ্রয় থেকে কে বঞ্চিত হতে চায় বল ?
ছায়া হারাবার ভয় এর যন্ত্রণা !
এই বুঝি তোমাকে হারিয়ে ফেলি এই ভাবনায় ..
ইট কাঠ পাথরের এই যান্ত্রিক শহরে…
নিজেকে বড় একা আর অসহায় লাগছে !
তোমার ক্যান্সারের রিপোর্ট গুলো
বুকে বেয়নেট হয়ে আঘাত হানছে !
১১টি মন্তব্য
বনলতা সেন
অনেক কষ্ট নিয়ে লিখেছেন ।
বাবার স্নেহ ভালবাসার বিকল্প বিধাতা তৈরী করেননি ।
সুলতানা সোনিয়া
ঠিক বলেছেন বনলতা ! ভালো থাকুন,
জিসান শা ইকরাম
বাবা বেঁচে থাকুন আরো অনেক বছর ।
লেখায় কষ্ট টাকে বুঝা যায় বেশ।
সুলতানা সোনিয়া
গভীর এক অনুভূতি থেকেই লেখা ! ভালো থাকুন, শুভকামনা আপনাকে।
Ajharul H Shaikh
Orkrritrim valobasa! Baba aponi deergho jeebi hon.
সুলতানা সোনিয়া
অনেক ধন্যবাদ আপনাকে ।
জবরুল আলম সুমন
বাবাকে নিয়ে কষ্ট মাখা একটা লেখা। আমিও আমার বাবাকে নিয়ে একটা লেখা লিখেছিলাম, ফেসবুকে প্রকাশ করেছিলাম হয়তো পড়েছিলে… তোমার বাবার জন্য দোয়া করি তিনি যেন সপূর্ণ সুস্থ্য হয়ে আবারো তোমাদের মাঝে ফিরে আসেন, আমিন।
সুলতানা সোনিয়া
হুম , সেই লেখাটি আমি পরেছিলাম । আমার ভীষণ ভাললেগেছিল লেখাটা ! ভালো থেকো সুমন ।
শিশির কনা
কোন সত্যি ঘটনা হলেই কেবল এত আবেগ দিয়ে লেখা যায়। সত্যি হলে , দোয়া করি , উনি যেন সুস্থ হয়ে যান।
সুলতানা সোনিয়া
সত্যি থেকেই লেখা ! ভালো থাকুন ।
সুরাইয়া পারভীন
বেঁচে থাকুক বাবারা
আজীবন মাথার উপর ছায়া হয়ে
চমৎকার লিখেছেন কবিতা