
বাবা নামটি বোঝাতে
বারবার সেলাই করা শার্টটি
দেখিয়ে যিনি বলতেন
এটা নতুন আছে ।
তিনিই বাবা !!
বারবার মেরামত করা
স্যান্ডেল পরে ,
যিনি বলতেন :
সামনের হাটে কিনবো ,
তিনিই বাবা !!
শত মাইল হেঁটেও
যিনি বলতেন
পা ব্যথা করছেনা।
তিনিই বাবা !!
যার কাছে অধিক দূরত্ব
খুব নিকট লাগতো
তিনিই বাবা !!
শত ফুটো ফুটো গেন্জি
যিনি একটি শার্ট দিয়ে ঢাকতেন
তিনিই বাবা !!
খাবার খারাপ দেখে
যিনি বলতেন কাঁদিসনা
সামনের হাটে মাথা কিনবো
তিনিই বাবা !!
শতেক তালির ছাতাটা
যেটা তাঁকে রোদ থেকে বাঁচাতো
তিনিই বাবা!!
হাট থেকে সস্তা দরে
জিনিস কিনে যে বলতো
খেয়ে দেখ,খুব মজা
তিনিই বাবা !!
বাবারা এমনিই !!
★ সব বাবারা ভালো থাকুক।
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
লেখায় বাবাকে যে ভাবে উপস্থাপন করলেন তাতে
কোথায় যেন চিন চিন করে ছুঁয়ে গেল।
আরজু মুক্তা
বাবা নেই তো। তাই হয়তো উপলব্ধিটা বেশি।
দোয়া করবেন
আলমগীর সরকার লিটন
সত্যই বাবার তুলানা হয় না অনেক অনেক নিবম্র শ্রদ্ধা জানাই বাবার প্রতি
আরজু মুক্তা
সব বাবারা ভালো থাকুক
সুপর্ণা ফাল্গুনী
বিনম্র শ্রদ্ধা রইলো সব বাবাদের জন্য। বাবাকে নিয়ে কবিতা ভালো লেগেছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আরজু মুক্তা
বাবারা ভালো থাকুক
মোঃ মজিবর রহমান
বাবা আজ নেয়, কেউ নেয়
মা নেয়, কেউ নেয়
কেউ আদর করে ডাকে না বাপ আইছ!
আরজু মুক্তা
বাবারা ভালো থাকুক ওপারে।
মোঃ মজিবর রহমান
আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
সকল বাবাদের জন্য বিনম্র শ্রদ্ধা। ভালো থাকবেন।
আরজু মুক্তা
বাবারা ভালো থাকুক
রেজওয়ানা কবির
বাবারা এমনই, নিরবে নিভৃতে পাশে থেকে যায়। সব বাবার প্রতি শ্রদ্ধা আর সম্মান।
আরজু মুক্তা
সব বাবারা ভালো থাকুক
হালিমা আক্তার
বিনম্র শ্রদ্ধা সকল বাবাদের প্রতি। বাবারা তো এমনই হয়। শুভ কামনা।
আরজু মুক্তা
বাবারা এমনি। সব বাবারা ভালো থাকুক
সাবিনা ইয়াসমিন
বাবা অতুলনীয়। ভালো থাকুক পৃথিবীর সব দায়িত্বশীল স্নেহময় বাবা।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
ভালো থাকুক সব বাবারা
প্রদীপ চক্রবর্তী
ভালো লিখেছেন, দিদি।
বাবার প্রতি শ্রদ্ধা।
.
সকল বাবারা ভালো থাকুক।
আরজু মুক্তা
বাবারা ভালো থাকুক
হালিম নজরুল
আবেগাপ্লুত হলাম।
আরজু মুক্তা
বাবাদের কথা শুনলেই এমন লাগে।
সব বাবারা ভালো থাকুক।