বাক্সবন্দি…(৫ম পর্ব)
– নৃ মাসুদ রানা
বেশি লম্বা নয়। এই পাঁচফুট পাঁচফোড়ন। টক ঝাল মিষ্টি, নরম তুলতুলে। থুক্কু! মিথ্যা বললাম। পাঁচফুট উচ্চতা মানে কি? একদম পাঁচতলা বিল্ডিংয়ের মতো? মেয়ে মানুষ একটা হিল জুতো পড়লেই আসমানের মতো লম্বা মনে হয়। আর পাঁচফুট হলে তো প্রেমিককে কোলে তুলে নিয়ে ঘুরবে।
রুহনী। হৃদয়ের ছোট্ট রশ্মির নাম। তিন অক্ষরে শরীর গেঁথে যাওয়ার নাম। যে নামে রাতবিরেত জেগে থাকা যায়। কল্পনার ক্যানভাসে চোখাচোখি আঁকিবুঁকি করা যায়। কল্পনায় কন্ঠে কন্ঠে গল্প হয়। গান হয়, গুজব হয়। আরও কতো কি?
১০টি মন্তব্য
ফয়জুল মহী
অনন্য লিখনী। শুভেচ্ছা সতত ।
সুপর্ণা ফাল্গুনী
কল্পনার ক্যানভাসে চোখাচোখি আঁকিবুঁকি করা যায়। কল্পনায় কন্ঠে কন্ঠে গল্প হয়। গান হয়, গুজব হয়। আরও কতো কি? ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া
নৃ মাসুদ রানা
ভালোবাসা
হালিম নজরুল
আগের পর্বগুলো পড়তে পারিনি। তবে ভাল লাগল।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ হে প্রিয় কবিবর
নিতাই বাবু
খুবই ভালো লাগলো দাদা। শুভেচ্ছা রইল।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়
নিতাই বাবু
ঠিক আপনাকেও অজস্র ধন্যবাদ, শ্রদ্ধেয় দাদা।
ইসিয়াক
ভালো লাগলো।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ