#১
বিচ্ছিন্ন বৃষ্টি নামে টাপুর টুপুর ; শহরবন্দী মেঘে
মেঘ একেছে আধার কেবল ; মনের ভেতর সাপসিড়ি,
বৃষ্টি ছুঁয়েছে বিলাসী দুঃখ যতনে সাজানো উদাসী দুপুর।
#২
কেন যে মাঝরাতে থম ধরে বুকের ভেতর
কেন যে উতলা আচ্ছন্নতায় বিষাদীআকাশ
কেন যে বুকজ্বলা দীর্ঘশ্বাসের এমন মোচড়
#৩
যদিও এখানে আকাশের নীল ঢেকে গেছে কালো মেঘে
তবুও কোথাও আছে জানি রোদেলা উষ্ণতা,
কোথাও কোমল সুর বেজে যায় মৃত শঙ্খের বুকে
পরাজিত সময়ের লাগাম মুঠোয় পুরে কোন এক দুর্বিনীত
ধংসের চোখে চোখ রেখে হাসে আকাশ ফাটানো হাসি
কোথাও জলের ভেতর জলের চলন নিবিড় মুগ্ধতা।
#৪
স্মৃতির গন্ধ মাখা বাউড়ি বাতাস
ধুলোর পরত সরায়ে উকি দেয় একবার, দুইবার
নিকোটিনের নীল ধোঁয়ার আড়াল আগলে রাখে সব,
মগ্ন চৈতন্যে ঝরে পরে টুপটাপ এক দু ফোঁটা অবাধ্য লোনাজল।
বৃক্ষের স্থবিরতায় শিকড় উপড়ানো বিপন্নতা সয়েযায় চুপচাপ
ধোঁয়ার আড়ালেই মিলায় সকল হাহাকার।
#৫
কান পেতে শুনি কলধ্বনি, বানের জলের মতো শব্দে জোয়ার আসে আঁধারের।
একে একে নিভে যায় তারাদের দীপ, তরল আঁধারে ঢাকে ইশান, বায়ু, ণৈঋভ।
প্রার্থনাসংগীতে বেজে চলে বিষাদি সুর, আত্মমগ্ন যাযকের গুরুনিনাদের ভাষ্য ;
সময় ফুরায়ে যায়, সময় ফুরায়ে যায়। দুরাগত চিল চিৎকার… দুঃখ করোনা বাচো।
ফটো উত্তোলক – আমি অধম 😀
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ইস ,বুকটা খান খান হয়ে যাচ্ছে । অবশ্য ভাজা ভাজা ও বলা যেতে পারে ।
ছবিটি ও মন্দ নয় ।
আগুন রঙের শিমুল
বুক পাথরে গড়া ,ভেঙে টুকরো হবার মতো কষ্টেও স্থির থাকে 🙂
আমি এমেচার ফটোগ্রাফার (আক্ষরিক অর্থেই)
খসড়া
আমি কান পেতে রই
ও আমার গোপন হৃদয় গহন দ্বারে
আগুন রঙের শিমুল
আমি কান পেতে রই…… 🙂
জিসান শা ইকরাম
বাওয়াল ভাবনা প্রতিটিতেই ভালো লাগা অনেক।
ফাইটারের মনে এত আবেগ থাকে বুঝিনি আগে 🙂
‘ কেন যে মাঝরাতে থম ধরে বুকের ভেতর
কেন যে উতলা আচ্ছন্নতায় বিষাদীআকাশ
কেন যে বুকজ্বলা দীর্ঘশ্বাসের এমন মোচড় ‘ — এত বিষাদ !!
আগুন রঙের শিমুল
ফাইটাররা ও মানুষ দাদা :p
জসীম উদ্দীন মুহম্মদ
স্মৃতির গন্ধ মাখা বাউড়ি বাতাস
ধুলোর পরত সরায়ে উকি দেয় একবার, দুইবার
নিকোটিনের নীল ধোঁয়ার আড়াল আগলে রাখে সব,
মগ্ন চৈতন্যে ঝরে পরে টুপটাপ এক দু ফোঁটা অবাধ্য লোনাজল।
বৃক্ষের স্থবিরতায় শিকড় উপড়ানো বিপন্নতা সয়েযায় চুপচাপ
ধোঁয়ার আড়ালেই মিলায় সকল হাহাকার।———– দুর্দান্ত !! :c -{@ (y)
আগুন রঙের শিমুল
থ্যাংকস জসীম ভাই (3
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
লেখায় এত বিষাদ কেনো ভাইয়া ?
আগুন রঙের শিমুল
বিষাদ আমাকে বাঁচিয়ে রাখে ভাইয়া , খুন হয়ে যেতে দেয়না 🙂
ব্লগার সজীব
বিষাদ ভালো লাগে আমার। জগতের সব আনন্দ আসলে বিষাদে 🙂
আগুন রঙের শিমুল
🙂 (3
মিসু
ভালো লেগেছে ভাই। ছবিটাও সুন্দর।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ মিসু 🙂
শুন্য শুন্যালয়
মনের ভেতর সাপসিঁড়ি। 🙂
প্রত্যেকটি কবিতাছানা সুন্দর এবং সুন্দর।
অধমের ছবিটাও বেশ। পাঁচখান থেকে আমারে একটা ধার দিলেও পারতেন, আমি ক্যান লিখতে পারিনা এমন 🙁
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কু শূন্য
একটা না সব গুলাই আপনারে দিয়া দিলাম যান ।
একদম সম্প্রদান কারকে 🙂
শুন্য শুন্যালয়
নিয়া ফেসবুকে দিয়া দিমু তখন যেন নো চিল্লাচিল্লি।
আগুন রঙের শিমুল
:Happy-Grin: উক্কে
লীলাবতী
এত্তগুলা বিষাদ কেন ? আপনার এই পোষ্ট কট করা হলো। অপেক্ষা করুন 🙂
আগুন রঙের শিমুল
মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস,
এতো দীর্ঘশ্বাস, কে জানতো!
দীর্ঘশ্বাসভরা এই বুকের চেয়ে শীতপ্রধান বিপন্ন অঞ্চল আর
কোথাও নেই,
এমন হলুদ, ধূসর আর তুষারবৃত!
একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়,
কেউ জানে না।