বাওয়াল ভাবনা ……… বিষাদিআকাশ তলে

আগুন রঙের শিমুল ৪ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৬:৩৫:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

#১

 

বিচ্ছিন্ন বৃষ্টি নামে টাপুর টুপুর ; শহরবন্দী মেঘে

মেঘ একেছে আধার কেবল ; মনের ভেতর সাপসিড়ি,

বৃষ্টি ছুঁয়েছে বিলাসী দুঃখ যতনে সাজানো উদাসী দুপুর।

 

#২

 

কেন যে মাঝরাতে থম ধরে বুকের ভেতর

কেন যে উতলা আচ্ছন্নতায় বিষাদীআকাশ

কেন যে বুকজ্বলা দীর্ঘশ্বাসের এমন মোচড়

 

#৩

 

যদিও এখানে আকাশের নীল ঢেকে গেছে কালো মেঘে

তবুও কোথাও আছে জানি রোদেলা উষ্ণতা,

কোথাও কোমল সুর বেজে যায় মৃত শঙ্খের বুকে

পরাজিত সময়ের লাগাম মুঠোয় পুরে কোন এক দুর্বিনীত

ধংসের চোখে চোখ রেখে হাসে আকাশ ফাটানো হাসি

কোথাও জলের ভেতর জলের চলন নিবিড় মুগ্ধতা।

 

#৪

 

 

স্মৃতির গন্ধ মাখা বাউড়ি বাতাস

ধুলোর পরত সরায়ে উকি দেয় একবার, দুইবার

নিকোটিনের নীল ধোঁয়ার আড়াল আগলে রাখে সব,

মগ্ন চৈতন্যে ঝরে পরে টুপটাপ এক দু ফোঁটা অবাধ্য লোনাজল।

বৃক্ষের স্থবিরতায় শিকড় উপড়ানো বিপন্নতা সয়েযায় চুপচাপ

ধোঁয়ার আড়ালেই মিলায় সকল হাহাকার।

 

 

#৫

 

কান পেতে শুনি কলধ্বনি, বানের জলের মতো শব্দে জোয়ার আসে আঁধারের।

একে একে নিভে যায় তারাদের দীপ, তরল আঁধারে ঢাকে ইশান, বায়ু, ণৈঋভ।

প্রার্থনাসংগীতে বেজে চলে বিষাদি সুর, আত্মমগ্ন যাযকের গুরুনিনাদের ভাষ্য ;

সময় ফুরায়ে যায়, সময় ফুরায়ে যায়। দুরাগত চিল চিৎকার… দুঃখ করোনা বাচো।

 

 

 

ফটো উত্তোলক – আমি অধম  😀

৫৬৪জন ৫৬৪জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ