সকাল দুপুর বিকেল ভরে
কথা কাজে সত্যি করে
পাশে ছিলি আপন করে
ওলো সখী, ওলো সখা
থাকবি কি তুই জীবন ভরে !!

প্রাণের মাঝে ব্যাথা হলে
টেরটা তুই-ই পেলি হঠাৎ
আপন মনে বলে ফেলিস
দুঃখ সুখের এটাই তফাৎ !!

টাকা যদি নাইবা থাকে
ছোট্ট একটু হাসি দিয়ে
ইশারা দিস হাত উঠিয়ে
শান্ত করিস বিলটা দিয়ে!

ঝগড়া-ঝাটি হলে পরে
ঘুম আসে না চোখের পাতায়
ঘুরে ফিরে আসিস কাছে
ঝগড়া থামাস মিলের খাতায় !

বিপদ আপদ এলে পরে
পাখি হয়ে ছুটে আসিস
চোখের পানি মুছিয়ে দিয়ে
বাধন হয়ে পাশে থাকিস !

আমার মনে কষ্ট দিয়ে
হৃদয় ছেড়ে গেলি মাঝে,
আয়রে ফিরে  উড়াল দিয়ে
সকাল দুপুর বিকাল সাঝে !!!!

২ আগস্ট,২০১৫

৬০০জন ৬০০জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ