১
সকাল দুপুর বিকেল ভরে
কথা কাজে সত্যি করে
পাশে ছিলি আপন করে
ওলো সখী, ওলো সখা
থাকবি কি তুই জীবন ভরে !!
২
প্রাণের মাঝে ব্যাথা হলে
টেরটা তুই-ই পেলি হঠাৎ
আপন মনে বলে ফেলিস
দুঃখ সুখের এটাই তফাৎ !!
৩
টাকা যদি নাইবা থাকে
ছোট্ট একটু হাসি দিয়ে
ইশারা দিস হাত উঠিয়ে
শান্ত করিস বিলটা দিয়ে!
৪
ঝগড়া-ঝাটি হলে পরে
ঘুম আসে না চোখের পাতায়
ঘুরে ফিরে আসিস কাছে
ঝগড়া থামাস মিলের খাতায় !
৫
বিপদ আপদ এলে পরে
পাখি হয়ে ছুটে আসিস
চোখের পানি মুছিয়ে দিয়ে
বাধন হয়ে পাশে থাকিস !
৬
আমার মনে কষ্ট দিয়ে
হৃদয় ছেড়ে গেলি মাঝে,
আয়রে ফিরে উড়াল দিয়ে
সকাল দুপুর বিকাল সাঝে !!!!
২ আগস্ট,২০১৫
১৮টি মন্তব্য
সীমান্ত উন্মাদ
পকেটটাতো গড়ের মাঠ
কেমনে যাব বন্ধুর হাট।
বন্ধুরা সব যেখানেই থাক
কালবেলাতেও ভালোথাক।
আপনার বন্ধু কবিতায় অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম। বন্ধু দিবসের শুভেচ্ছা সহ।
আর বন্ধুদের জন্য অন্তরের অন্তস্থলের শুভকামনা থাকে নিরন্তর নিরবধী।
স্বপ্ন নীলা
আপনার মন্তব্য যেন একটা স্ট্যাটাস, অসাধারণ আপনার লেখনী শক্তি —–
শুভকামনা রইল
ব্লগার সজীব
বন্ধু তুমি শত্রু তুমি -{@ শুভেচ্ছা এই দিবসে।
স্বপ্ন নীলা
ভাইরে, শুভকামনা রইল
খেয়ালী মেয়ে
বন্ধুদের সাথে বন্ধুতা অটুট থাকুক…
শুভেচ্ছা রইলো অনেক অনেক -{@
স্বপ্ন নীলা
আপু, আপনার জন্য অন্তর হতে শুভকামনা রইল
নীলাঞ্জনা নীলা
অনেক সুন্দর কবিতা। খুবই ভালো লেগেছে।
বন্ধু দিবসের শুভেচ্ছা। -{@
স্বপ্ন নীলা
আপু, আপনার জন্য শুভকামনা পাঠিয়ে দিলাম — ভাল থাকবেন সবগুলো সময় —–
রিমি রুম্মান
আমি মাথা দুলিয়ে দুলিয়ে পড়ে গেলাম ছন্দে ছন্দে। সুন্দর লেখা। -{@
স্বপ্ন নীলা
মনে শান্তি পেলাম আপু — অন্তর হতে অনেক অনেক দোয়া রইল
ভাল থাকবেন সব সময়
শুন্য শুন্যালয়
এমন বন্ধু থাকলে পাশে, দূরত্ব কি আর কাছে আসে? বেশ লাগলো আপু।
স্বপ্ন নীলা
হুমম আপু, আমার বেশির ভাগ বন্ধু খুবই ভাল, তারা যেমন আমার সুখের সময় থাকে -ঠিক তেমনি দুখের সময়ও থাকে —
আপু আপনার জন্য শুভকামনা রইল
অরণ্য
দারুন লাগলো। (y)
স্বপ্ন নীলা
ভাল লাগলো আপনার মন্তব্য পেয়ে, শুভকামনা রইল —
জিসান শা ইকরাম
খুবই ভালো লেগেছে।
বন্ধু দিবসের শুভেচ্ছা। -{@
স্বপ্ন নীলা
বন্ধু দিবসের শুভেচ্ছা আপনাকেও —– শুভকামনা রইল
লীলাবতী
নীলা বন্ধু শুভেচ্ছা নিও -{@ 🙂 :p
স্বপ্ন নীলা
আপু, আপনাকেও শুভেচ্ছা রাশি রাশি —— ভাল থাকবেন সব সময়