ক্লান্ত আবির সারাটিদিন ধকল গিয়েছে অনেক,
বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায়
লম্বা হয়ে পড়লো আবির, এখনি চোখে ঘুম
নেমে আসবে, মাথার ভিতর একটা গল্প
ঘুরছে তার, সারাদিনে টুকটাক
করে লিখে ফেলেছে সে, একটু
কারেকশন করতে হবে, পোষ্ট টা আজ
দিবে নাকি না তা ভেবেই আবিরের সময়
কেটে গেলো অনেক, মাথার পাশ
থেকে একটা গোল্ডলিফ নিলো সে,
জ্বালিয়ে এক মনে টানছে সে, বিছানায় শুয়ে,
কি মনে করে ল্যাপটপ টা হাতে নিলো সে,
ওপেন করে তার ওয়ার্ডপ্যাড নোট
টা দেখে নিলো সে, একটু ঠিক
করে নিলো, লগ ইন করেছে আবির,
পোষ্ট টা আজ দিবে, যেহেতু লগ ইন
করা হয়ে গিয়েছে, ষ্টাট্যাস টা পোষ্ট
করলো আবির, বেশ কিছু ম্যাস্বেজ
জমে আছে, একটু চেক করা দরকার, এর ভিতর
কোনো কমেন্ট এলে প্রতিউত্তর
দেওয়া যাবে, মেসেজ গুলু
একটা একটা করে সিন করছে আবির, বেশির ভাগ
এড মি প্লিজ লাইক মি প্লিজ মেসেজ
দেখে আবিরের মেজাজ পুরাই খারাপ এমন
সময় একটা মেসেজ দেখে আবিরের
চোখ আটকে গেলো কেমন আছেন ?
আবির রিপ্লায় দিবে কিনা ভাবছে, যদিও মেসেজ
টা সিন করা হয়েছে রিপ্লায় দেওয়া দরকার,
ভালো আবির রিপ্লায় দিলো
মেয়েটি অফলাইন ছিলো কিন্তু ম্যাসেজ
এলো কি করছেন এতো রাতে?
এইতো একটু গল্প গুজব আর কি
এর মাঝেই আবিরের
লেখা গল্পে একটা কমেন্ট পড়লো অসাধারন
লিখেছেন সত্যি খুব ভালো লিখেন আপনি
আবির কমেন্ট টা তে কোনো লাইক
বা প্রতিউত্তর করলো না, ওর
প্রশংশা শুনতে একদম ই ভালো লাগেনা, এর
মাঝেই আবার ম্যাসেজ আপনি তো আসলেই
ভালো লিখেন
জি ধিন্যবাদ বলেই আবির লগ আউট করলো উফ
কি যন্ত্রনা শুরু করলো মেয়েটা একরকম বাধ্য
করে রিকু টা এক্সেপ্ট করলো এখন আবার
হাওয়া দেওয়া শুরু করেছে, আবির এমনিতেই
মোটা মানুষ, ফুইল্লা ফাইট্টা যাবার একটা চান্স
আবিরের থেকেই যায়
ল্যাপটপ টা অফ করলো আবির, একটু
ঘুমাতে যাবার দরকার, লাইট অফ করলো আবির
বিছানায় শুয়ে ভাবছে কি আশ্চর্য কে এটা,
মেয়ে নাকি কোনো বন্ধু? বের হবার
আগে রিমেল কে বলেছিলো সে সব,
তবে কি রিমেল ই ফেক
আইডি খুলে মজা নিচ্ছে? হতে পারে, সময়
মিলিয়ে বলেছে বনানি আর
কাকতালিয়ভাবে তা মিলে গেছে, দুনিয়াতে এমন
অনেক কিছুই হয়, শুধুই হয়না কাকতালিয় ভাবে দুজন
ব্যাক্তির একরকম চেহাড়া, আচ্ছা সময় টা না হয়
কাকতালিয় কিন্তু পাশের সিটে মেয়ে, তার
পিছনের পিছনের
সিটে মেয়ে বসে আছে সেটা? এটাও
কাকতালিয় হতেই পারে, কলেজ টাইম
ছিলো সেটা, মেয়েরা আসা যাওয়া করবে,
আর ছেলেরা তাদের সিট
ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবে সে সেটা ভেবেই
করেছে, রিমেল আবার এতটা ভালোনা,
সে কোনো মেয়েকে সিট
দিয়ে দাঁড়িয়ে থাকবেনা, এতে ভিবিন্ন পরিচয়
বহন করে, সারাটা সময় বাসের ভিতর
অস্বস্তিতে কাটাতে হয়, কিছু লোল পাবলিক
তার দিকে তাকিয়ে হাসবে সারাক্ষন খুব বিরক্তিকর
সেটা আবিরের জন্য, তা ছাড়া মেয়েটা বসার
সময় বলবে থ্যাঙ্কস ভাইয়া, আবির এই কথার
উত্তরে স্বাগতম ও বলতে পারবেনা, ড্যাব
ড্যাব করে চেয়ে থাকবে,
মেয়েটা একটা মিষ্টি হাসি দিয়ে চোখ
ঘুরিয়ে নিবে, তারপর সারা রাস্তা মিটমিট
করে হাসবে, মেয়েটা ভাববে আবির তার
প্রেমে পড়ে গেছে, আসলে সে সব
কিছুই না, আবির সব পারলেও ফরমালিটি ডা কেন
জানি পারেনা, আর মেয়েটা নামার সময়
তাকে আরেকবার আপাদমস্তক
দেখে নিবে যা আবিরের জন্য খুব
বেদনাকাতর, আগে সিট দিতো আবির কিন্তু
এখন আর দেয়না, ফোনের
ভাইব্রেটে আবিরের চিন্তায় চ্ছেদ
পরলো এতো রাতে কে আবার,
একটা অচেনা নাম্বার, ফোন
টা ধরবে না ধরবে না করেও রিসিব
করে ফেললো আবির কিছু বলার আগেই
ওপাশ থেকে একটা মিষ্টি কন্ঠ
ভেসে আসলো হ্যালো
হ্যালো কে বলছেন?
আচ্ছা আপনি কি মানুষ নাকি অন্য কিছু?
জি সরি আসলে কে আপনি আগে পরিচয় টা দিন
এইভাবে কেউ শুভ রাত্রি অথবা বায়
না বলে কেউ লগ আউট করে?
ও আচ্ছা আপনি তাহলে সেই আতেল
মুখ সামলে কথা বলেন
ও
সরি আসলে না মানে হয়েছে কি আপনি কে সত্যি করে বলুন
তো
আর নাম্বার টা কই পেলেন?
বলবো আগে বলুন আপনার নাম কি?
আমার নাম তো দেওয়াই আছে
কি নাম আপনার আলাপন?
নাহ আবির
হ্যা সেটা বলুন আপনার ফেসবুক
আইডি তো আবিরের আলাপন নামে,
সেইখানে আবির উল্লেখ নাই
এতটুকু বুঝে নিতে হয়
যাই হোক শুভ রাত্রি বলুন
আচ্ছা শুভ রাত্রি কিন্তু নাম্বার কই পেলেন?
মেয়েটা শুধু শুভ রাত্রি বলে ফোন
রেখে দিলো, আবির ফোন
দিয়েছিলো আবার, নাম্বার টা অফ,
এটা কি কোনো পরি নাকি? পরিরা কি ফেসবুক
চালায়? মেয়েটার ফেইসবুক নেম
তো পরীর রানি, যাহ কি সমস্যা মেয়েটা নাম
জিজ্ঞাসা করলো আবিরের, নাম
টা ইচ্ছা করলেই বুঝা যায়, কিন্তু এমন একটা নাম তার
পরীর রানি ধুর ছাই মেয়েটার নাম জানা হলোনা,
আচ্ছা পরীরা কি ফেসবুক চালায়? এই
মেয়েটা মনে হয় পরী, না হলে আবির
কোথায় আছে, পাশের সিটে কে বসা, তার
পিছনে কে বসা এতো কিছু জানবে কি করে?
আবার ফোন নাম্বার টা যোগার
করে নিয়েছে, আচ্ছা পরীরা কি আসলেই
ইন্টারনেট সমন্ধে বুঝে?
ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলো আবির
৮টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ফেসবুক পরী পর্যন্ত পৌঁছে গেছে, ভাবতে ভালোই লাগছে। আইডির লিঙ্ক টা দিয়েন ভাইয়া, এড রিকু পাঠাইতাম চাই। 🙂
মামুন
ভালো লাগা রেখে গেলাম।
শুভ সকাল। -{@
জিসান শা ইকরাম
জীবনটা ফেইসবুক ময় হয়ে গেলো, যাচ্ছে 🙂
ভালো হয়েছে লেখা।
নুসরাত মৌরিন
পরীদের রাজ্যেও ফেসবুক চলে গেছে!!
ইয়া মাবুদ!!
তবে লেখা ভাল হচ্ছে!!
ছাইরাছ হেলাল
জয়তু ফেস বুক।
মেহেরী তাজ
হা ফেসবুক হায়
হৃদয়ের স্পন্দন
মোবাইলে থাকায় কারো জবাব দিতে পারছিনা 🙁
খেয়ালী মেয়ে
ইশশশশশশশশশ পরীরা কেমন স্ট্যাটাস দেয় জানতে ইচ্ছে করছে 🙂