ফেরারী চিলের দলে….

সীমান্ত উন্মাদ ৪ জুন ২০১৪, বুধবার, ০৮:৫৪:০১অপরাহ্ন বিবিধ ৮ মন্তব্য

ঢেকে রাখ আকাশটা ঢেকে রাখ
তোর ঐ মায়াবী আঁচলে,
খুঁজে পাক আমাকে খুঁজে পাক
নীড়হারা পাখিদের মিছিলে।

জেনে রাখ তুই আজ জেনে রাখ
ফিরবোনা আমি আর মিথ্যে
ভালোবাসার ইতিতে।

ভুলে যাস আজ তুই ভুলে যাস
বন্য ভালোবাসা উড়ে গেছে হয়ে বালিহাঁস।

তোর চরনে দলিত যত ঘাস
মৃত নগরীর মত করে মরে গেছে সেই তো কবে
বলে যাই আজ তোকে বলে যাই
ফেরারী চিলের দলে মিশেছি আমি এই তো সবে।

৪৬৮জন ৪৬৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ