ঢেকে রাখ আকাশটা ঢেকে রাখ
তোর ঐ মায়াবী আঁচলে,
খুঁজে পাক আমাকে খুঁজে পাক
নীড়হারা পাখিদের মিছিলে।
জেনে রাখ তুই আজ জেনে রাখ
ফিরবোনা আমি আর মিথ্যে
ভালোবাসার ইতিতে।
ভুলে যাস আজ তুই ভুলে যাস
বন্য ভালোবাসা উড়ে গেছে হয়ে বালিহাঁস।
তোর চরনে দলিত যত ঘাস
মৃত নগরীর মত করে মরে গেছে সেই তো কবে
বলে যাই আজ তোকে বলে যাই
ফেরারী চিলের দলে মিশেছি আমি এই তো সবে।
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
মিথ্যে ভালোবাসায় না ফেরাই ভালো।
সীমান্ত উন্মাদ
সেটাই মামা, তাইতো এতো দূরে দূরে থাকি।
শুন্য শুন্যালয়
অনেক অনেক সুন্দর, কবে যে শুনবো গানটা। মাঝে মাঝে এইযে উঁকি দিয়ে যাচ্ছেন, ভালো লাগছে।
ফেরারী চিলের দলে মিশেছি আমি এই তো সবে। (y) -{@ -{@
সীমান্ত উন্মাদ
হা হা, গিটারটা নিয়ে বসে ছিলাম কিন্তু হলনা কোন সুর করা্, ভাবছি নিজেকে হারিয়ে আবার ফিরে পেলেই নতুন সুর নিয়ে বসব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
মা মাটি দেশ
ভুলে যাস আজ তুই ভুলে যাস
বন্য ভালোবাসা উড়ে গেছে হয়ে বালিহাঁস।
খুব ভাল লাগল এই লাইনটী
সীমান্ত উন্মাদ
ভাললেগেছে যেনে আমারও ভাল লাগলো। শুভকাম্না আপনার জন্য।
স্বপ্ন নীলা
প্রতিটি লাইনেই ভাললাগা —–দারুন +++++++++
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকাম্না নিরন্তর।