হাইওয়ে A22 তে 120 kmph এ চলতে চলতে মোবাইল ফোন দিয়ে কিছু ক্লিকজ –
কতদ্রুত অপসৃত রোদেলা ভাদ্রমেঘ
ফু দিচ্ছে হাওয়ারা
আর নামছে বিকেল –
আমি যতবার উড়াল মেঘেদের ছুঁতে চাই –
দ্রুত ভেঙে যায়, ধাওন্ত গড়ন গঠন
মেঘ কালো আঁধার কালো
আর কলঙ্ক যে কালো
মেঘ হলে মন বিকেল বেলায় ,
একলা যেতাম মেঘের বাড়ি …
মেঘ হতো কাশফুলের দু’চোখ
বৃষ্টি কিন্তু খুব আনাড়ি…….
তুমি সন্ধ্যার মেঘ শান্ত সুদূর আমার সাধের সাধনা,
মম শূন্য-গগন-বিহারী
আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা
২৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাহ্ এইতো বেশ,ছবি আর লেখা দু’জনে দু’জনার।
সাইদ মিলটন
🙂 থ্যাংকস দাদা
লীলাবতী
মোবাইলে এত্ত ভালো ছবি?আমি মেঘের দেশে যাবো ভাইয়া 🙂
সাইদ মিলটন
ঝড়ে বক ভত্তাবতী :p
মেঘের সাথে মিতালী করেন, তারপর ঘুইরা আসেন 😀
লীলাবতী
মেঘের দেশে কি শীত খুব?আমি ঠান্ডা সহ্য করতে পারিনা 🙁
সাইদ মিলটন
নুসরাতের লগে যোগাযোগ করেন লীলা , সে হচ্ছে আম্রার মেঘকুমারী 😀 সে জানবে ভালো।
আমি শুধু খোঁজ জানি নির্বিকার আকাশের 🙂
শাহানা আফরিন স্বর্ণা
কি অদ্ভুত সুন্দর (3
সাইদ মিলটন
থ্যাঙ্কু স্বর্ণা 🙂
শাহানা আফরিন স্বর্ণা
🙂
বনলতা সেন
ক্যামেরা কেঁদে ফেলবে মনে হয়।
সাইদ মিলটন
হ্যাঁ , এমেচারের হাতে পইরা ক্যামেরার মরনদশা 😀
মরুভূমির জলদস্যু
সুন্দর ছবি।
সাইদ মিলটন
থ্যাঙ্কু জলদস্যু 🙂
নুসরাত মৌরিন
আহ্!! আমার প্রিয়তম আকাশ! 🙂
সাইদ মিলটন
হ্যাঁ জানিতো আপনে তো আমাদের মেঘকুমারী 🙂
নীলাঞ্জনা নীলা
এমন মেঘের প্রেমে মগ্ন থাকি আমি 🙂
সাইদ মিলটন
তাই !!!
গ্রেট, মেঘের প্রেমিকার জন্য অনেকদিন আগের লেখা একটা কবিতা আছে 🙂 সোনেলায় দিতে হয় সেইটা 🙂
স্বপ্ন নীলা
মন মুগ্ধকরা ছবি—–কি যে ভাল লেগেছে তা বলে প্রকাশ করতে পারছি না
সাইদ মিলটন
বুঝতে পেরেছি আপনার অসম্ভব ভালো লেগছে, ছবিতোলা সার্থক মনে হচ্ছে 🙂
প্রহেলিকা
মেঘ হলে মন বিকেল বেলায় ,
একলা যেতাম মেঘের বাড়ি …
মেঘ হতো কাশফুলের দু’চোখ
বৃষ্টি কিন্তু খুব আনাড়ি
ছবি আর মেঘ দেখতে না দেখতেই ছোয়া পেয়ে গেলাম আজ সকালে মেঘের তার খানিক পরেই পেলাম বৃষ্টিরও, হয়তো আপনার ছবির সুবাধে গতকাল থেকে দেখে আসা মনের আকুতিতেই দেখা পেয়েছি তাদের। সুন্দর!
সাইদ মিলটন
বাহ, ভাগ্যবান প্রহেলিকা 🙂
এইখানে বৃষ্টি দেখলেই ভয় লাগে 🙁
জিসান শা ইকরাম
মেঘের ছবি দেখলে নেশা ধরে কেন ? 🙂
কথা এবং ছবি দুটোই সুন্দর।
সাইদ মিলটন
মেঘ দেখলে যার নেশা না ধরে সে গাছ দাদা, মানুষ না 🙂
শুন্য শুন্যালয়
হুম এমন রূপ দেখলে প্রেমে পরারই কথা। এইখান থেকেই মন নিয়ে গেলো আহারে !!!
দারুন সব ছবি, খুব সুন্দর।
আমি যতবার উড়াল মেঘেদের ছুঁতে চাই –
দ্রুত ভেঙে যায়, ধাওন্ত গড়ন গঠন। ভালোলাগা ছুঁতে নেই 🙂
ছারপোকা
ভাল লেগেছে দুইটা এ ।তবে প্রেমে পড়ি নাই ।
ভাই এমন প্রেমের নেশা ধরাটা ঠিক ঠাক লাগছে না ।সবাই যদি মেঘের প্রেমেই পড়ে বাকীরা কি ঘাস কাটবে বলোন :p
সাইদ মিলটন
নাহ ঘাস কাটবে ক্যান , মেঘ কাটবে 😀