- স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+২
- মাত্রা বৃত্তঃ৪+৪/৪+২
- অক্ষর বৃত্তঃ৮+৬
- দিবানিশি ভাবি প্রিয়া তোমারি যে কথা
- মনে লুকানো যে গিরি সমতুল্য ব্যথা,
- তোমারে যে আমি জানো কত ভালোবাসি
- তোমা কথা মনে হলে খুশিতে যে হাসি।
- তুমি আছো মনে ক্ষণে ভাবি তোমা কথা
- কি জানি কি হবে সখী মনে জাগে ব্যথা,
- অবাধে যে ঘোরাঘুরি পুরো দিনে কত
- ফুলে ফুলে ভরা ডালে পাখি শত শত।
- জুড়ি মোরা সুখে দুখে নিজে কথা বলি
- হাতে হাতে রেখে মোরা ভেবে ভেবে চলি,
- কভু আসে কোথা থেকে শুভ কাজে বাঁধা
- মনে মনে ভাবি আমি তুমি হলে রাধা।
- তোমা হাতে রাঙা চুড়ি খোঁপা ফুলে ফুলে
- তোমা আমি চেয়েছি যে মনে ভুলে ভুলে,
- হাসি মজা করে মোরা খেলেছি যে খেলা
- কবে তুমি ছেড়ে গেলে দিয়ে দুখে মেলা ।
- একাকি যে ঘুরি আমি কত বনে বনে
- কভু হয়ে না যে দেখা সখী তোমা সনে,
- ভুলে গেছো সখী মোরে মনে কত আশা
- বুকে ছিলে মোরে জানো বহু ভালোবাসা।
রচনাকালঃ
২৮/০৬/২০২১
৬০৭জন
৪৮২জন
১৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
অন্যরকম কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
মোঃ মজিবর রহমান
সুন্দর ছন্দে প্রেম আনন্দ ভালো লাগা রেখে গেলাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয়।
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
ছড়া ভালো লাগলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল প্রিয় পাঠক।।
সদা সুস্থ থাকুন।
ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ছন্দে ছন্দে প্রেয়সীকে নিয়ে লেখা কবিতা ভালো লাগলো। জয়তু প্রেম। রাধা কৃষ্ণের কাছেই থাকুক অনন্তকাল। অফুরন্ত শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল প্রিয় পাঠক।।
সদা সুস্থ থাকুন।
ভালো থাকুন।
হালিমা আক্তার
সখী ভুলে না কখনো সখারে। খুব সুন্দর ছড়া। শুভ কামনা অবিরাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল প্রিয় পাঠক।।
সদা সুস্থ থাকুন।
ভালো থাকুন।
নার্গিস রশিদ
ভালো লাগলো প্রেমের অনুভূতির প্রকাশ । শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।