
আমার ভালবাসার খেয়া
তোমার সাথেই চলবে আমার
নিত্য দেনা নেয়া।
আমার ফুল কুড়ানি সুখ
তোমার ছোঁয়ায় পালিয়ে যাবে
আমার যত দুখ।
আমার ঝগড়া করার সাথি
তোমার সাথেই হারিয়ে যাব
দিবা নিশিরাতি।
আমার কাট খোট্টা প্রেম
সংগি করে তোমায় আমি
দিগন্তে যেতেম।
আমার হাজার তারার মেলা
তোমার কোলে মাথা রেখে
কাটিয়ে দিতেম বেলা!
আমার সুখ বাগানের ফুল
দিপ্রহরে মাঝ বিলেতে
শাপলা ফুলের দুল।
আমার ভালবাসার চন্দ্র
প্রেম পাহারায় স্বাক্ষি হতাম
নিশিথ অতন্দ্র।
৬টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“আমার হাজার তারার মেলা
তোমার কোলে মাথা রেখে
কাটিয়ে দিতেম বেলা! “
স্বপ্নে বোনা রাত্রি দিন
সফল হোক তোমার পথচলা।
শুভকামনা।
ফয়জুল মহী
চমৎকার সৃষ্টি,
হালিম নজরুল
চমৎকার ছন্দময়
কামাল উদ্দিন
দুর্দান্ত লিখেছেন ভাই, ভালোবাসলে এমনটাই হওয়া চাই।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ সুন্দর একটি কবিতা পেলাম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়
ইসিয়াক
খুব সুন্দর কবিতা।