ভোরের কুয়াশা ভেজা সূর্যে কিংবা
ঘুমধরা বৃষ্টি নেশায় কল্পনার মেলা বসে
গভীর কূপের উত্তোলিত জলের মতো
মনকোণে দেহ ঘ্রাণের আওয়াজ ভাসে
এ শিল্পের মূলতত্ত্বে সৃষ্টির অগোচরে ভালো লাগে
চোখ বুঝে তাঁর জৈবিক ক্ষমতায়নের রশ্মি
ঠোঁটের উপর উঠে ফুসফুসতাড়িত ধ্বনি
স্লোগানে স্লোগানে উচ্চারিত হয়
জমান্ধ রক্তে তীব্র জলস্রোতে ভেসে যাওয়া নয়
এসব চাহিদায় মুখ ফসকানো আওয়াজ
সমাজে- একে তোমরা প্রেম, তাদেরকে প্রেমিক বলবে?
না..না..তোমরা বললে আমি বলি
বিপরীত কাগজে প্রেম্যাকরণে বলে দাও
একান্ত মুখ নিঃসৃত আওয়াজকে যুগের ভালোলাগা বলে;
একদিন সীমানা অতিক্রম করে
তোমার ঠোঁটে সশব্দে মৌলিক আওয়াজ উঠবে
কষ্টস্নাত প্রতীক্ষার অবসান ঘটে
তোমার মুখে আলোকিত লাভার বিস্ফোরণ হবে
আমার মতো তোমার বুকে
শর্তহীন সংলাপে ভালোলাগার দৃশ্যপট দৃশ্যায়ন হবে
অপেক্ষায় সেদিন প্রেম তৃষ্ণার্ত জনতা
বলবে- উদ্বাস্তু প্রেমিক তুলে নাও তুমি শৈল্পিক প্রেমিকা।
আজ সন্ধ্যাবাতির প্রেম্যাকরণে দেখে নাও
উভয়ের প্রাথমিক ভালোলাগা আওয়াজের বিলুপ্তি
তারপর- বরফগলা আমার রচনাকে স্বর্গীয় ভালোবাসা বলে।
নেত্রকোণা, ময়মনসিংহ।
১১টি মন্তব্য
নৃ মাসুদ রানা
আহা! কথাগুলো হৃদয় ছুঁয়ে গেলো..
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই 😍
বন্যা লিপি
ভালোলাগা আর ভালবাসা, দুটো দুই মেরুকরনে হোঁচট খায় নিয়ত।প্রেম এবং ভালবাসা শব্দে ব্যাখ্যাও যেন আলাদা আলাদা।
তবু বরফ গলা স্বর্গীয় ভালবাসা বেঁচে তো থাকে কারো না কারো জন্যে! কবিতায় মুগ্ধতা রেখে যাই।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ বড় আপু 😍
প্রদীপ চক্রবর্তী
কবির কবিতায় একরাশ মুগ্ধতা ছাড়া অন্যকিছু ব্যক্ত করার নেই।
কয়েক চরণে দাঁড়িকমার একটু ভুল বোঝাবুঝি ছিলো দুবার পড়ে নিজের পড়াটা সংশোধন করে নিলাম।
আজ সন্ধ্যাবাতির প্রেম্যাকরণে দেখে নাও
উভয়ের প্রাথমিক ভালোলাগা আওয়াজের বিলুপ্তি
তারপর- বরফগলা আমার রচনাকে স্বর্গীয় ভালোবাসা বলে।
ভালো কাব্যকথন দাদা।
জিসান শা ইকরাম
অনেক সুন্দর প্রকাশ,
প্রেম আর ভালোবাসার পার্থক্য আজ পর্যন্ত বুঝলাম না,
শুভ কামনা ছোট ভাই।
নিতাই বাবু
আপনার জন্য আমার পক্ষ থেকে হেমন্তের বিশেষ উপহার! আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় নাজমুল দাদা।শুভকামনা সবসময়।
চাটিগাঁ থেকে বাহার
কবিতা সুন্দর হয়েছে। কম বুঝি বলে বিশ্লষণ করতে পারলাম না।
আপনার জন্য শুভ কামনা।
সুরাইয়া পারভিন
ওয়াও চমৎকার!
শব্দ চয়ন ও দুর্দান্ত
তৌহিদ
প্রেম এবং ভালোবাসা ভিন্ন বিষয়। ভালোবাসা হয় শর্তহীন আর প্রেম শর্ত ছাড়া চাওয়া পাওয়ার হিসেব নিকেশ ছাড়া হয়না।
ভালো লিখেছ নাজমুল। শুভকামনা রইলো।
আরজু মুক্তা
আমি বলি প্রেম। লোকে কয় ভালোবাসা।