প্রেম্যাকরণে পড়ে নাও

নাজমুল হুদা ১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ০২:৪০:৫৭অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

ভোরের কুয়াশা ভেজা সূর্যে কিংবা
ঘুমধরা বৃষ্টি নেশায় কল্পনার মেলা বসে
গভীর কূপের উত্তোলিত জলের মতো
মনকোণে দেহ ঘ্রাণের আওয়াজ ভাসে
এ শিল্পের মূলতত্ত্বে সৃষ্টির অগোচরে ভালো লাগে

চোখ বুঝে তাঁর জৈবিক ক্ষমতায়নের রশ্মি
ঠোঁটের উপর উঠে ফুসফুসতাড়িত ধ্বনি
স্লোগানে স্লোগানে উচ্চারিত হয়
জমান্ধ রক্তে তীব্র জলস্রোতে ভেসে যাওয়া নয়

এসব চাহিদায় মুখ ফসকানো আওয়াজ
সমাজে- একে তোমরা প্রেম, তাদেরকে প্রেমিক বলবে?

না..না..তোমরা বললে আমি বলি
বিপরীত কাগজে প্রেম্যাকরণে বলে দাও
একান্ত মুখ নিঃসৃত আওয়াজকে যুগের ভালোলাগা বলে;

একদিন সীমানা অতিক্রম করে
তোমার ঠোঁটে সশব্দে মৌলিক আওয়াজ উঠবে
কষ্টস্নাত প্রতীক্ষার অবসান ঘটে
তোমার মুখে আলোকিত লাভার বিস্ফোরণ হবে
আমার মতো তোমার বুকে
শর্তহীন সংলাপে ভালোলাগার দৃশ্যপট দৃশ্যায়ন হবে
অপেক্ষায় সেদিন প্রেম তৃষ্ণার্ত জনতা
বলবে- উদ্বাস্তু প্রেমিক তুলে নাও তুমি শৈল্পিক প্রেমিকা।

আজ সন্ধ্যাবাতির প্রেম্যাকরণে দেখে নাও
উভয়ের প্রাথমিক ভালোলাগা আওয়াজের বিলুপ্তি
তারপর- বরফগলা আমার রচনাকে স্বর্গীয় ভালোবাসা বলে।

নেত্রকোণা, ময়মনসিংহ।

৭৪৮জন ৬৪৩জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ