প্রেমিকা,
তুমি হলে সিগারেটের মতো,
যতোবার ভাবি এই শেষ টান,
ছেড়ে দিবো চিরতরে।
তারপর..
খানিক বাদে আবারো ফিরে যাই
ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বনে টেনে নেই সমস্ত তৃপ্তি।
ভাবি, এ ছাড়া হয়তো বাঁচবো না।
বাঁচবো সত্যি।
তোমাকে যতোবার ছেড়ে যেতে চাই দূরে,আরো দূরে।
ততোবারই আমি হয়ে যাই তোমার উঠোনে শিশির
বিন্দু। তোমার তাপে উবে যাই।
তবুও তোমাকে ছাড়তে পারিনা।
প্রেমিক হলেই হয়তো এমনটাই হয়।
সত্যিই এমনটাই হয়।
৮টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপলব্ধির ব্যক্ততা!
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
আহারে! বড্ড দূরাবস্থা। কষ্টই লাগলো।
সিগারেটের দাম কিন্তু বেশ বাড়ছে ছেড়ে দেয়াই ভালো। যদিও আমরা নিজেরাই পারি না।
শুভকামনা।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিমা আক্তার
প্রেমিকার প্রতি আরো টান বাড়ুক। শুধু সিগারেটের নিকোটিন থেকে ধুরে থাকলেই হলো। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
হু সুন্দর
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।