প্রিয়তমেষু

মুহম্মদ মাসুদ ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৪:৩৭:০১অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

 

প্রিয়তমেষু…
যখন তুমি শিশির ভেজা লাল গোলাপ,
ইচ্ছে করে মিষ্টি গন্ধে মাতাল হতে।
যখন তুমি মিষ্টি রোদেলা দুপুর,
ইচ্ছে করে উদভ্ৰানতোর মতো ছুটতে।
যখন তুমি রূপে অপরূপ,
ইচ্ছে করে আয়নায় মুখোমুখি হতে।

প্রিয়তমেষু…
যখন তুমি শেষ বিকেলের রোদ,
ইচ্ছে করে সিক্ত রোদে পুড়ে যেতে।
যখন তুমি নীলিমা প্রান্তরের মেঘ,
ইচ্ছে করে বাতাসের বেগে ছুটতে।
যখন তুমি গহীন পূর্ণিমার চাঁদ,
ইচ্ছে করে আলোয় আলোকিত হতে।

প্রিয়তমেষু…
যখন তুমি রাতের স্নিগ্ধ নিস্তব্ধতা,
ইচ্ছে করে জোনাকি হয়ে পাহারা দিতে।
যখন তুমি প্রিয়তম নীল প্রজাপ্রতি,
ইচ্ছে করে সাত সুমদ্র পারি দিতে।
যখন তুমি পাহাড়ের জলধারা ঝর্ণাধারা,
ইচ্ছে করে জীবন উৎস্বর্গ করে পবিত্র হতে।

 

ছবিঃ সংগৃহীত

১৪০৩জন ১৩৩০জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ