প্রিয়তমা! আমি এখনো মরিনি।

মুহম্মদ মাসুদ ১০ জানুয়ারি ২০২১, রবিবার, ০১:১৫:৪৮পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

রঙ বদলে গ্যাছে হৃদয়ের ঢেউটিনের

নখের শরীরে জ্বর ঠান্ডা

আঙুলের ঠোঁটে আহাজারি!

পদচিহ্নের উঠোনে পান্তা ভাতের বাসর

খেয়াল নেই-

খামখেয়ালি চুলের মেরুদণ্ড,

নাকের দুপাড়।

তুমি নেই!

কদম ফুলে কাকের বাসর।

রঙ বদলে গ্যাছে আত্মার হ্যারিকেনের

পিঁপড়ে খেয়ে গ্যাছে গোটা যৌবন!

শরীরের গন্ধে মাছির ঝাঁক

মশারা উড়ে গ্যাছে আত্মা পচনের দুর্গন্ধে

নিশ্বাস নেই-

নৃত্য করে মৃত্যু প্রেমাত্মা,

প্রেমিকের ছায়া।

তুমি! অন্যের ঘরের বসতি

অন্যের দেহ তরীতেই পারাপার।

প্রিয়তমা! আমি এখনো মরিনি।

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ