রঙ বদলে গ্যাছে হৃদয়ের ঢেউটিনের
নখের শরীরে জ্বর ঠান্ডা
আঙুলের ঠোঁটে আহাজারি!
পদচিহ্নের উঠোনে পান্তা ভাতের বাসর
খেয়াল নেই-
খামখেয়ালি চুলের মেরুদণ্ড,
নাকের দুপাড়।
তুমি নেই!
কদম ফুলে কাকের বাসর।
রঙ বদলে গ্যাছে আত্মার হ্যারিকেনের
পিঁপড়ে খেয়ে গ্যাছে গোটা যৌবন!
শরীরের গন্ধে মাছির ঝাঁক
মশারা উড়ে গ্যাছে আত্মা পচনের দুর্গন্ধে
নিশ্বাস নেই-
নৃত্য করে মৃত্যু প্রেমাত্মা,
প্রেমিকের ছায়া।
তুমি! অন্যের ঘরের বসতি
অন্যের দেহ তরীতেই পারাপার।
প্রিয়তমা! আমি এখনো মরিনি।
৮টি মন্তব্য
সাখাওয়াত হোসেন
দারুণ ছন্দময় লেখনি।
মুহম্মদ মাসুদ
অসংখ্য ধন্যবাদ
ফয়জুল মহী
নান্দনিকতার নির্যাসে এক নিপুণ নির্মাণ!
ভালো লাগা অশেষ।
মুহম্মদ মাসুদ
ভালোবাসা প্রিয়
মনির হোসেন মমি
আর বাইচ্চা থাইক্কাই বা লাভ কী!!
চমংকার শব্দ বুনন।
মুহম্মদ মাসুদ
বেঁচে থেকেই সবচেয়ে বেশী লাভ
আরজু মুক্তা
আত্মার মরণ হলে। বেঁচে থাকা বৃথা।
মুহম্মদ মাসুদ
হুম , সত্য।