যেখানে বন্দি শিবিরে জয়িতার ভ্রুন বেড়ে উঠেছিলো আমার শরীরে !
সেখানে এলে আমার আত্মার গভীরে যে রক্তক্ষরণ হবে ,
কষ্টের নোনা অভিমান ক্রোধে ফুঁসে উঠবে তা কি কেউ দেখতে পাবে ?
জয়িতার নষ্ট জন্মের লজ্জায় রাঙা হয়েছে পতাকার লাল রঙ ।
বিনিময়ে কিছুই নয় , বেঁচে থাকো স্বদেশ আমার মাথা উঁচু করে ।
আমার নীল কষ্ট ধুয়ে গেছে পতাকার লাল সবুজ রঙ এ ।
আমার অশুচিতা ধুইয়ে দিয়েছে সবুজ ঘাসের শিশির ।
আমার সকল দুক্ষগাথা ভুলে যাবো কথা দিলাম ..
দেবে আমার প্রিয় স্বদেশ ! সেই রাজকারদের মৃত্যুদণ্ড ?
৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
অয়াসাধারন হয়েছে
রাজাকারের বিচার হবেই এই বাংলায় ।
প্রজন্ম ৭১
অনেক ভালো লিখেছেন আপু। রাজাকারদের বিচার চাই , এ নিয়ে আপোষ নাই।
লীলাবতী
রাজাকারদের ফাঁসি হবে এই বাংলায় ।