হে জীবনের মালিক
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
যদি জন্ম দাও দাসত্বমুক্ত জীবন দিয়ো
দিয়ো না কো কভু দাসের জীবন
তাহলে পারব না বহন করতে এই
নির্যাতিত নিপীড়িত মানব জীবন
পাব না তো মানব হিসাবে কোনো অধিকার
পারব না দিতে কোনো মতামত
তাই শৃঙ্খল মুক্ত জীবন আমার কাম্য।
হে মৃত্যুর মালিক
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
যদি মৃত্যু দাও তবে সহজ মৃত্যু দিয়ো আমারে
ক্ষয় করো এই ধরা থেকে
কঠিন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারব না
তা না হলে, আমারে দিয়ো না
এই মানব জীবন
সহজ মৃত্যু আমার কাম্য হে সৃষ্টিকর্তা।
হে সুখের মালিক
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
আমার জীবনে যতটুকু সুখ প্রয়োজন
ততটুকু দিয়ো সুখ
তার চেয়েছে বেশি চাই না
কিন্তু তুমি কভু কষ্ট দিয়ো না
তাহলে এ জীবন বহন করতে পারব না।
হে দুঃখের মালিক
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
তুমি কভু কারু জীবনে দুংখ দিয়ো না
কেন মানব অতি দুর্বল
সহ্য করতে পারবে না
দুঃখের চক্র সক্রিয় রেখে না কভু
তাহলে মানব জীবন বহন করতে পারব না
জীবনকে সুখের চক্রে রেখে
তাতে ধন্য হবে মানব জীবন।
রচনাকালঃ
০১/১২/২০২০
৬৩৭জন
৫৩০জন
১৪টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
প্রকাশ করতে এত দেরি হয় কেন।
কাল পোস্ট দিয়েছে ২৪ ঘন্টা অতিক্রম হওয়ার পরও কেন প্রকাশ হয়নি বলবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
এখন ঠিক আছে।
কামাল উদ্দিন
সুন্দর প্রার্থনা, এমন প্রার্থনা আমাদের সকলের।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
সুস্থ থাকুন সদা।
কামাল উদ্দিন
ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনিও ভালো থাকুন সব সময়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার প্রার্থনা। আমাদের সবার হোক এই কামনা তাহলে সবাই ভালো থাকবে। আপনার জন্য শুভকামনা ও শুভেচ্ছা
জাহাঙ্গীর আলম অপূর্ব
সকলের এক প্রার্থনা হওয়া উচিত।
শুভকামনা রইল সদা প্রিয় পাঠক
রোকসানা খন্দকার রুকু
প্রার্থনা কবুল হবেই! শুভ কামনা রইলো।
শুভ সকাল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
কবুল হলে ভালো
শুভকামনা রইল নিত্য প্রিয় পাঠক
আলমগীর সরকার লিটন
চমৎকার প্রার্থনা কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
সুস্থ থাকুন সদা
আরজু মুক্তা
প্রার্থনা কবুল হোক
জাহাঙ্গীর আলম অপূর্ব
কবুল করুন সৃষ্টি কর্তা
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক