হে মহান শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা,
আপনাকে বহুদিন-বহুভাবে খুঁজেছি/খুঁজি,
যেমন খোঁজে আপনার আরও সৃষ্টির শ্রেষ্ঠরা,
আপনি নিশ্চয়ই জানেন /নিশ্চিত জানেন, কে-কেন আপনাকে খুঁজে,
পেতে চায় প্রাণের করে;
হে সর্বশ্রোতা প্রভু,
আপনাকেই ডাকি/ডেকে যাই
সারাক্ষণের মনে মনে, চেতনায়-অবচেতনে,
যেমনটি করে ডেকে যায় আরো-আরো সব্বাই,
আপনি ই জানেন এ ডাক কিসের-কেন!
হে নিরাকার লা-শরিক,
আপনি কারোরই দৃষ্টিতে দৃশ্যমান নন,
তবুও আমি আপনারই দিদার চাই বারেবার-বারবার,
অস্তিত্বের দৃঢ়তায় আপনিই আমার প্রত্যাশিত অবয়ব,
রুহের অন্ধকারে, অন্ধকারের বিভীষিকায়
করুণার দর্শন চাই এই জনমে-পরজনমেও।
হে মহান করুণাময়
আপনার করুণা চাই অন্য আর সবার মতন
অসহায় দু’হাত তুলেছি আপনার দ্বারে,
চতুর-চঞ্চল নৈপুণ্যের ধৃষ্টতা ভুলে
চেয়েছি কেবল অসহায়ত্বের নিষ্কৃতি।
হে প্রজ্ঞাময়,
ধন-জন-জ্ঞান-ধ্যানে,
ভক্তি-আনুকূল্যে সাড়া দিন,
পাপ-শাপ-অনুতাপ বইবার/সইবার শক্তি দিন,
আরো দিন নুন্যতম করুণা।
হে আমার রব,সর্ব শক্তিমান রাহমানুর রাহিম,
ক্ষমা করুন,
ক্ষমা করুন আপনার আপন অধিষ্ঠিত পরম-ক্ষমার ক্ষমতায় সারাক্ষণ।
★ছবি- নেট থেকে নেয়।
৩৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
আমীন,
এমন উচ্চ মানের প্রার্থনা আমি খুব কমই পেয়েছি।
প্রার্থনায় মন একদম নরম হয়ে গেলো,
কেমন এক শুদ্ধ অনুভুতিতে পূর্ন হয়ে গেলো মন।
অন্য রকম ভালোলাগায় আচ্ছন্ন হয়ে গেলাম।
বিধাতা অবশ্যই এমন ডাকে সারা দেবেন।
ভালো থাকুন।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আমাদের সকলের প্রার্থনা গুলো মহান আল্লাহ তায়ালা কবুল করে নিন। আমীন।
মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
দারুন প্রার্থনা, অন্তরের অন্তঃস্থল থেকে আর্তি জানানো হলো। বিধাতা আপনার ডাকে সাড়া দিয়ে আপনার উছিলায় সবাইকে যেন এই পাপ থেকে মুক্তি করে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো 🌹🌹
সাবিনা ইয়াসমিন
আমাদের সকলের দোয়াই কবুল হোক, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।
ধন্যবাদ ও শুভ কামনা রইলো 🌹🌹
খাদিজাতুল কুবরা
হৃদয় নিংড়ানো প্রার্থনা।
আল্লাহ পাক প্রার্থনা কবুল করুন।
আমিন।
সাবিনা ইয়াসমিন
আমীন।
অনেক ধন্যবাদ আপু। আল্লাহ তাআলা আমাদের সহায় হোন এটাই প্রার্থনা করি।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
যে প্রার্থনা করেছেন, পরোয়ারদেগারের সান্নিধ্যলাভ সফল হওয়া উচিৎ
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাই। প্রার্থনা যেন কবুল হয়, মহান আল্লাহ তায়ালার কাছে এটাই চাই।
শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
“তবুও আমি আপনারই দীদার চাই বারেবার-বারবার,“
দীদারটা বুঝি নাই বললে কৃতার্থ হই
স্রষ্টার কাছে করে যাই প্রার্থনা
পূর্ণ হোক সবার মনোবাসনা।
অবসান হোক ঘাতক করোনা।
আপনার জন্য শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
দিদার, মানে সাক্ষাৎ লাভ করাকে বোঝায়। পরম আরাধ্য প্রভুকে স্বচোখে দেখার কামনা করা।
ধন্যবাদ দাদা। ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
ভালো প্রার্থনা।
এ প্রার্থনায় পরম করুণাময় সকলকে মঙ্গল করুক।
ভালো থাকুক সবাই।
শুভকামনা দিদি।
সাবিনা ইয়াসমিন
পরম করুণাময় সকলের সহায় হোন, প্রার্থনা করি।
ভালো থেকো প্রদীপ।
শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হে আমার রব,সর্ব শক্তিমান রাহমানুর রাহিম,
ক্ষমা করুন,
ক্ষমা করুন আপনার আপন অধিষ্ঠিত ক্ষমতায়..। মনে দাগ কাটার মতো প্রার্থনা । হে আল্লাহ্ আপনি আমাদের সকলের প্রার্থনা কবুল এবং মঞ্জুর করুণ। আপনার সুন্দর প্রার্থনায় আমাদের শামিল করার জন্য ধন্যবাদ অশেষ।
সাবিনা ইয়াসমিন
আমীন।
আল্লাহ তায়ালা আমাদের সকলের শুদ্ধ মনোবাসনা পুরণ করুন এটাই চাই।
ভালো থাকুন ভাইজান,
শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
অসাধারণ লেখা । পড়ে ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই,
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
আমিন।
প্রার্থনা পড়ে মন জুরে গেলো, অদ্ভুত এক প্রশান্তি অনুভব করছি। ধন্যবাদ আপনাকে আপু। এত সুন্দর করে প্রার্থনা করা যেতে পারে তা এই লেখাটি না পড়লে জানতামই না।
শুভকামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ তৌহিদ ভাই। আল্লাহ তায়ালা আমাদের সকলের প্রার্থনা কবুল করুন। আমীন।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
যাই, আগে উজু করে আসি।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা 🙂
ছাইরাছ হেলাল
আপনার প্রথম দুর্দমনীয় এমন হুজুর-লেখাকে অনেক অনেক সাধুবাদ।
এটিকে যদি লেখা হিসেবে নেই তাহলে বলতে হয় যে যার মোট করে আমরা সুখে এবং দুঃখে এমন করে বা কাছাকাছি
মন নিয়ে এমন প্রাথর্না করি বা চেষ্টা নেই, এই আধুনিক কালে নানান সুলভ ব্যবস্থাদির নাশপাতি নিয়েনিয়ে আনুষ্ঠানিক প্রার্থনা সহ
অন্যান্য সব কিছুই জারি রাখি, এ এক মহা সুবিধা। করোনা কালে এটি একটি মহৌষধ হতে পারে হাদিয়ার বিনিময়ে।
আমার আনন্দিত আমাদের ও আছে পানি-পড়া হুজুর। অবশ্য পারস্পরিক আলোচনা করে হাদিয়া ঠিক করে নিতে হবে!!
ইট্টু দুয়ায় রাইক্কেন!!
অন্যভাবে
একজন প্রকৃত ধার্মিক-প্রার্থনা এমন ই হওয়া উচিত, এমন অনুপুঙ্খ প্রার্থনা আমাদের সবারই থাকা উচিত বিধাতার কাছে।
বিধাতাই জানেন আমাদের মনের কথা শুধু এই বাক্যটি মনে নিয়ে দৈন্দিনতায় নিয়ে আসাই আমাদের একমাত্র প্রার্থনা।
সাবিনা ইয়াসমিন
আমরা সকলেই নিজ-নিজ তাগিদে নিজস্ব রীতি-ভাষায় পরম করুণাময়ের দরবারে হাত তুলি। স্বয়ং সৃষ্টিকর্তা সব দেখেন-জানেন-শোনেন। অন্তর থেকে নিঃসৃত প্রার্থনা/চাওয়া গুলোয় কোনো ফাঁকি থাকে না, হয়ও না। আপনার জন্যও দোয়া রইলো মহারাজ, ভালো থাকুন সকল দিনের শেষক্ষণ পর্যন্ত।
শুভ কামনা 🌹🌹
পার্থ সারথি পোদ্দার
বিধাতা এই প্রার্থনা মঞ্জুর করুন।অসহায়ত্ব থেকে যেন সবাই নিষ্কৃতি পাই সেটাই চাই।খুব খুব ভালো লাগল,আপু।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ দাদা।
সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হোন। আমীন।
শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
হে মহান করুণাময়
আপনার করুণা চাই অন্য আর সবার মতন
অসহায় দু’হাত তুলেছি আপনার দ্বারে,
চতুর-চঞ্চল নৈপুণ্যের ধৃষ্টতা ভুলে
চেয়েছি কেবল অসহায়ত্বের নিষ্কৃতি।
আমীন, সুম্মা আমীন।
সুন্দর প্রার্থনায় আমাদেরও শরিক করে নিন আপু। 😊
সাবিনা ইয়াসমিন
ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রার্থনা শুনবেন। ভালো থাকুন ভাইজান।
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
শুধু আমিন —————
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ লিটন ভাই।
শুভ কামনা রইলো 🌹🌹
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন।
আমরা অনেকেই বলি বিধাতা আমাদের প্রার্থনা কবুল করেন না।
কিন্তু বিধ্তা বলেছেন “হে বান্দা আমি তোমাদের দেওয়ার জন্য তোমাদের প্রয়োজন বলো”, আমি তোমাদের ক্ষমা করার জন্য বসে আছি,তোমরা ক্ষমা চাও” চাওয়ার মতো চাইলে সব পাওয়া সম্ভব।
আপু এমন প্রার্থনার উছিলায়, আল্লাহ্ আমাদের সবাইকে ক্ষমা করুন।
আমিন
সাবিনা ইয়াসমিন
আমীন।
আপনি ঠিক বলেছেন। পরিশুদ্ধ মনে কিছু চাইলে বিধাতা আমাদের ফিরিয়ে দেন না।
ভালো থাকুন সারাক্ষণ,
শুভ কামনা ❤❤
মাহবুবুল আলম
দারুণ আবেদন সর্বময় কর্তার কাছে।
প্রার্থনা কবুল হোক। সারা জগৎ জুড়ে নেমে প্রশান্তির আলোর ঝলকানী।
মানুষ বড় অসহায় আর্ত-পীড়িত ।
আমীন!
সাবিনা ইয়াসমিন
আমীন।
আল্লাহ তায়ালা আমাদের সকলের সু-মনোবাসনা কবুল করুন।
ধন্যবাদ প্রফেসর সাহেব,
শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
আরো একবার পড়লাম এখন।
প্রিয়তে নিলে জানাতে হয়।
সাবিনা ইয়াসমিন
জানানোর জন্য ধন্যবাদ,
প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা 🙂
সব সময় অনুপ্রেরণা দেয়ার জন্যে সার্বক্ষণিক শ্রদ্ধা জানবেন।
আরজু মুক্তা
আমিন। প্রার্থনা কবুল হোক
সাবিনা ইয়াসমিন
আমীন।
অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়,
শুভ কামনা 🌹🌹
মোঃ খুরশীদ আলম
নিশ্চয় আল্লাহর সন্তুষ্টিই শ্রেষ্ঠ সফলতা। (আল কুরআন)